শ্যুটিং করতে গিয়ে গুরুতর জখম সুপারস্টার শাহরুখ খান। শনিবার এমনই খবর শোনা যায়। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে কিং খানের অসুস্থতার খবর, দুশ্চিন্তার ভাঁজ পড়ে অনুরাগীদের কপালে। শোনা গিয়েছিল সিদ্ধার্থ আনন্দের ‘কিং’ ছবির শ্য়ুটিংয়ে জখম হন অভিনেতা এবং আমেরিকা যাচ্ছিলেন কিন্তু সেই পথ বদলে লন্ডন যাবেন সুশ্রুষার জন্য। এই কারণে নাকি ছবির শ্যুটিং শিডিউলেও বদল করা হয়েছে। তবে এখন শোনা যাচ্ছে এই পুরো কারণ নাকি অসত্য।
এনডিটিভি-র প্রতিবেদন অনুযায়ী, এই সবটাই নাকি গুজব। এর আগেও একাধিক ছবির শ্যুটিংয়ে শাহরুখ খান একাধিকবার নানা ভাবে আহত হয়েছেন, চোট পেয়েছেন। সেই চোট কখনও কখনও ফের মাথা চাড়া দিয়ে ওঠে। সেই চিকিৎসার কারণেই তিনি নিয়মমাফিক আমেরিকা যান। প্রতিবেদনে আরও দাবি, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে আমেরিকার উদ্দেশে রওনা দিয়েছেন শাহরুখ এবং মাসের শেষের দিকেই ফিরে আসার কথা তাঁর।
জাজবাত বাংলায় আরও পড়ুন
তবে শাহরুখের স্বাস্থ্য প্রসঙ্গে ভুয়ো তথ্য এই প্রথমবার ছড়ালো তা নয়। এর আগে শোনা যায়, শ্যুটিং চলাকালীন নাকে গুরুতর চোট পেয়েছেন বাদশাহ্। কিন্তু পরবর্তীকালে জানা যায়, শ্যুটিংয়ে চোট পাননি, নাকে ছোট সার্জারি হয়েছিল তাঁর। তবে কালকের খবরে ‘ভাই’ শাহরুখের দ্রুত আরোগ্য কামনা করে এক্স হ্যান্ডলে পোস্ট করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
শাহরুখ খান আপাতত তাঁর বহু প্রতীক্ষিত ‘কিং’ ছবির শ্যুটিংয়ে ব্যস্ত। ২০২৩ সালে পর পর তিনটি ব্লকবাস্টার ছবি দর্শকদের উপহার দেওয়ার পর এবার তিনি ‘কিং’ ছবির হাত ধরে পর্দায় ফিরবেন। ‘পাঠান’ পরিচালকের সঙ্গেই কাজ করছেন এই ছবিতে।
আরও পড়ুন
এই ছবিতে অভিষেক বচ্চনকে নেতিবাচক চরিত্রে দেখতে পাওয়ার কথা। সেই সঙ্গে ছবিতে বাবার সঙ্গে থাকবেন সুহানা খানও। প্রসঙ্গত এই ছবিই শাহরুখ-কন্যার বলিউড ডেবিউ হতে চলেছে। এর আগে তাঁকে ওটিটিতে ‘দ্য আর্চিস’-এ দেখা গিয়েছে। ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি পাওযার কথা এই ছবি।