এই পুজোয় পর্দায় ইতিহাসের বিদ্রোহ!প্রথম ঝলকে রোমাঞ্চ ছড়াল ‘রঘু ডাকাত’!
পুজোর আগে বাঙালির অপেক্ষায় যে উত্তেজনার ঢেউ ওঠে, তার সাথে এবার মিশে গেল ইতিহাস, রোমাঞ্চ আর বিদ্রোহের অনন্য রূপ। প্রকাশ্যে এল ‘রঘু ডাকাত’-এর প্রথম ঝলক এক ঝলকে মনে পড়িয়ে দেয় সিনেমার সেই ভাষা, যা কেবল চোখে নয়, হৃদয়ে গেঁথে থাকে।
প্রযোজনা সংস্থা SVF Entertainment এবং Dev Entertainment Ventures-এর এই যৌথ প্রয়াস, আসন্ন পুজোয় বড়পর্দায় আনতে চলেছে এক কিংবদন্তির জীবনগাথা। পরিচালনায় ধ্রুব বন্দ্যোপাধ্যায়, যিনি ইতিমধ্যেই ইতিহাস ও মানবিক গল্প বলার দিক থেকে নিজের জাত চেনাতে সক্ষম। এবার তার ক্যামেরায় ধরা পড়ল রঘু ডাকাতের বিদ্রোহী জীবন, উপনিবেশিক বাংলার গরিব মানুষের বেদনায় জন্ম নেওয়া এক আগুনমুখো চরিত্র।
জাজবাত বাংলায় আরও পড়ুন
প্রথম ঝলকেই স্পষ্ট, এই সিনেমা কেবল বিনোদন নয়, বরং বাঙালির এক ঐতিহাসিক পরিচয়ের পর্দাজুড়ে প্রতিধ্বনি। দেব রয়েছেন মুখ্য ভূমিকায়। রঘুর চরিত্রে তাঁকে দেখে মনে হয় যেন সত্যিই ইতিহাসের পাতা থেকে উঠে এসেছেন। সঙ্গে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, রূপা গাঙ্গুলি, সহিনী সরকার, ইধিকা পাল-সহ এক তারকাখচিত দল।
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
ইংরেজ শাসনের শোষণ, নীলকরদের অত্যাচার আর এক অসহ্য সময়ের বিরুদ্ধে দাঁড়ানো এক সাধারণ মানুষের অসাধারণ রূপ, এই গল্পেই তৈরি হয়েছে ‘রঘু ডাকাত’ নামক প্রতিরোধের প্রতীক। প্রথম ঝলকেই উঠে এসেছে সেই দুঃসময়ের নির্মম বাস্তবতা, এবং সেইসাথে রঘুর অন্তর্লীন আগুন।
এই সিনেমা শুধু পুজো রিলিজ নয়, বরং এক ঐতিহাসিক চেতনার উন্মোচন। চিত্রনাট্য, আবহসংগীত, দৃশ্যায়ন সবমিলিয়ে স্পষ্ট, বাঙালির পুজোয় এবার রঙ লাগাবে রঘুর লড়াই।