বিনোদন জগতে ফের শোকের ছায়া। রবিবারের দুপুরেই মিলল দুঃসংবাদ। বর্ষীয়ান চলচ্চিত্র পরিচালক চন্দ্র বারোত প্রয়াত। বয়স হয়েছিল ৮৬। ১৯৭৮ সালের কাল্ট সিনেমা অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’ ছবি প্রাণ পেয়েছিল তাঁর হাতেই। পরিচালকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী দীপা বারোত।
প্রথম ‘ডন’ পরিচালকের প্রয়াণের খবর নিশ্চিত করে টাইমস অফ ইন্ডিয়াকে তাঁর স্ত্রী দীপা বারোত বলেন, ‘গত ৭ বছর ধরে পালমোনারি ফাইব্রোসিসের সঙ্গে লড়াই করছিলেন তিনি।’ গুরু নানক হাসপাতালে ডাক্তার মনীশ শেট্টির অধীনে তাঁর চিকিৎসা চলছিল বলেও জানান দীপা। জাসলোক হাসপাতালেও এর আগে তাঁকে ভর্তি করা হয়েছিল বলে জানান পরিচালকের স্ত্রী।
জাজবাত বাংলায় আরও পড়ুন
অমিতাভ বচ্চন অভিনীত চন্দ্র বারোত পরিচালিত সেই ‘ডন’কেই পরবর্তীকালে আধুনিক ঢঙে পরিবেশন করেন ফারহান আখতার। মুখ্য চরিত্রে স্থান দেওয়া হয় শাহরুখ খানকে। আপাতত ওই ফ্ল্যাঞ্চাইজ়ির তৃতীয় ইনস্টলমেন্ট নিয়ে ব্যস্ত ফারহান যেখানে মুখ্য় চরিত্রে দেখা যাবে রণবীর সিংকে। চন্দ্র বারোতের প্রয়াণে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন ফারহান। লেখেন, ‘ওজি (অরিজিনাল অর্থাৎ আসল বা প্রথম) ‘ডন’ পরিচালক আর নেই শুনে অত্যন্ত মর্মাহত। শান্তিতে থাকুন চন্দ্র বারোত জি। পরিবারের জন্য আমার সমবেদনা।’
ইউটিউবেও জাজবাত, আপডেট থাকুন আমাদের সঙ্গে
১৯৭২ সালে ‘জিন্দেগি জিন্দেগি’ ছবির অসাফল্যের ফলে প্রবল আর্থিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছিলেন অভিনেতা-প্রযোজক নারিমান ইরানি। সেই আবহেই তৈরি হয় ‘ডন’। এই ছবির হাত ধরে পরিচালনায় পথচলা শুরু হয় চন্দ্র বারোতের। ইরানিকে সাহায্য করার জন্য বারোত ও তাঁর টিম এই প্রজেক্টে হাত দেন এবং তারকা চিত্রনাট্যকার জুটি সেলিম-জাভেদকে নিয়ে আসেন। তবে তাঁরা তখনও ‘তারকা’ হননি। তার আগে সেলিম-জাভেদের চিত্রনাট্য বাতিল করেছেন দেব আনন্দ, ধর্মেন্দ্র ও জিতেন্দ্রের মতো তারকারা।
‘ডন’ ছবির পর ১৯৮৯ সালে ‘আশ্রিতা’, ১৯৯১ সালে ‘পেয়ার ভরা দিল’ ছবি পরিচালনা করেছেন। তবে ‘বস’ বা ‘নীল কো পকড়না… ইমপসিবল’-এর মতো একাধিক প্রজেক্ট অসমাপ্ত রয়ে গেছে।