স্ত্রীয়ের জন্মদিনে আবেগঘন অভিনেতা সঞ্জয় দত্ত। যাঁর হাতে হাত ধরে জীবনে ঘুরে দাঁড়িয়েছেন সেই মানুষকে শুভেচ্ছা জানালেন উজাড় করে। নিজের ‘শক্তি, সহযোগী ও উপদেষ্টা’মান্যতাকে ভরালেন ভালোবাসায়। আদরের ‘মা’কে কী লিখলেন সঞ্জু বাবা?
২০০৮ সালে সঞ্জয় দত্তের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন মান্যতা। এদিন নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্ত্রীয়ের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে অভিনেতা লেখেন, ‘শুভ জন্মদিন মা, আমার জীবনে থাকার জন্য ধন্যবাদ, তুমি আমার শক্তি, আমার সাপোর্ট, আমার উপদেষ্টা, আমার স্তম্ভ। ঈশ্বর তোমার উপর চিরকাল আনন্দ, শান্তির বর্ষণ করুন। সবসময় তোমাকে ভালোবাসি মা।’ এদিনের পোস্টের একটি ছবিতে দুই সন্তান শেহরান ও ইকরার সঙ্গেও ছবি দেখা গেল। তাঁর পোস্টে মান্যতাকে শুভেচ্ছা জানিয়েছেন শিল্পা শেট্টি, চাঙ্কি পাণ্ডে-সহ অনেকেই।
জাজবাত বাংলায় আরও পড়ুন
সঞ্জয় দত্তের প্রথম স্ত্রীয়ের মেয়ে ত্রিশলা দত্তও ভালোবাসা জানিয়েছেন। কিন্তু স্ত্রীকে ‘মা’ বলে সম্বোধন করেন কেন অভিনেতা? এমন প্রশ্নের উত্তরে একবার নিজেই জানিয়েছিলেন যে মান্যতার হাত ধরেই জীবনের অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন তিনি। মান্যতার জন্য স্ত্রী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন তিনি। যখন ক্যান্সারে আক্রান্ত হন, তখনও পাশে পেয়েছিলেন মান্যতাকেই। তাই আদরের স্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে সর্বসমক্ষে ‘মা’ বলে ডাকতে কুণ্ঠা বোধ করেন না সঞ্জয় দত্ত।
আরও পড়ুন
২০০৮ সালে ঘনিষ্ঠদের উপস্থিতিতে গাঁটছড়া বাঁধেন সঞ্জয় দত্ত ও মান্যতা। তাঁদের দুই যমজ সন্তান, শেহরান ও ইকরা। সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মা প্রয়াত হন ১৯৯৬ সালে। ব্রেন টিউমারে ভুগছিলেন তিনি। তাঁদের সন্তান ত্রিশলা। কাজের ক্ষেত্রে, সঞ্জয়কে এরপর ‘কেডি: দ্য ডেভিল’ ছবিতে দেখা যাবে। অ্যাকশন ড্রামা ঘরানার এই ছবির পরিচালক প্রেম ও প্রযোজক ভেঙ্কট কে নারায়ণ। ছবির নাম ভূমিকায় রয়েছেন ধ্রুব সারজা। সঞ্জয় দত্ত ছাড়াও এই ছবিতে রয়েছেন শিল্পা শেট্টি, ভি রবিচন্দ্রণ, রমেশ অরবিন্দ, নোরা ফতেহি প্রমুখ। সম্প্রতি মুক্তি পেয়েছে ছবির টিজ়ার।