ইউক্রেন যুদ্ধের সুবিধে নিয়ে সস্তায় তেল কেনায় ট্রাম্পের কাছে দোষের ভাগী হয়েছে ভারত। এর জন্য দাদাগিরি দেখিয়ে ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও সোমবার জেলেনস্কির সঙ্গে ফোনে মোদির কথা বলার সময় কোনওভাবেই প্রভাব ফেলল না তেল কেনার ইস্যু।
সোমবার টেলিফোনে কথা বলেন দুই রাষ্ট্র নেতা। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলেনস্কি ইউক্রেন সম্পর্কিত সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁর মতামত শেয়ার করেন। প্রধানমন্ত্রী মোদি তাঁকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সংঘাতের শান্তিপূর্ণ সমাধান এবং দ্রুততম সময়ে শান্তি ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ভারত সবসময় সমর্থন করেছে এবং করবে।”
এক্স হ্যান্ডেলে পোস্ট করে মোদি লেখেন, “ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলে ভাল লাগল। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তাঁর মতামত জানলাম। ইউক্রেনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় করার লক্ষ্যে আমরা কাজ করব।”
অন্যদিকে জেলেনস্কি ইউক্রেনের জনগণের প্রতি নরেন্দ্র মোদির উষ্ণ সমর্থনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, “আমরা আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।” মোদি-জেলেনস্কি টেলিফোনিক আলোচনার পর সেপ্টেম্বরেই রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে দুই নেতার বৈঠক হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। এক্স হ্যান্ডেলে জেলেনস্কিও লেখেন, “আমরা সেপ্টেম্বরে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে ব্যক্তিগত বৈঠকের পরিকল্পনা করেছি এবং পারস্পরিক সফরের বিষয়েও কাজ করব।”
ইউক্রেন যুদ্ধে শান্তি ফেরানোর নানা ইস্যুতে বারবার সমর্থন জানিয়েছে দিল্লি। শনিবার ভারতের বিদেশমন্ত্রক আলাস্কায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকের প্রতি সমর্থন জানিয়েছে।
Leave a comment
Leave a comment