মুম্বই বিমানবন্দরে অবতরণের সময় বড় ধরনের বিপত্তি এড়াল ইন্ডিগো। শনিবার ভোরে ব্যাংকক থেকে মুম্বই আসা ইন্ডিগোর একটি এয়ারবাস A321 নিও বিমানের লেজ রানওয়েতে লেগে যায় (টেইল স্ট্রাইক), যখন খারাপ আবহাওয়ার কারণে পাইলট হঠাৎ পুনরায় টেক-অফ করে ঘুরে আসেন। ঘটে যেতে পারত ভয়ঙ্কর দুর্ঘটনা। তবে জানা গিয়েছে, নিরাপদে মাটিতে নেমেছে বিমানটি। বিমানে থাকা যাত্রী, বিমানকর্মী এবং পাইলট সকলেই সুস্থ।
ইন্ডিগোর পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানের লেজ রানওয়েতে ছুঁয়ে গেলেও, পরে দ্বিতীয়বার অবতরণ সম্পূর্ণভাবে নিরাপদ হয়। যাত্রী বা ক্রু কারও আঘাত লাগেনি। এই ঘটনার পর বিমানটিকে আপাতত স্থগিত রাখা হয়েছে। সমস্ত নিয়ম মেনে চেকিং ও মেরামতির কাজ করা হবে।
ইন্ডিগোর মুখপাত্র বলেন,“যাত্রী, ক্রু এবং বিমানের সুরক্ষা আমাদের কাছে সর্বাগ্রে। এই ধরনের পরিস্থিতিতে প্রয়োজনীয় সমস্ত প্রোটোকল মেনে বিমানটিকে পরীক্ষা ও অনুমোদনের পরেই পুনরায় পরিষেবার কাজে আনা হবে।” ডিজিসিএ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সংস্থার এক আধিকারিক বলেন, “ঘটনার কারণ খারাপ আবহাওয়া বলেই প্রাথমিকভাবে মনে হচ্ছে। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।”
এদিন ভারী বৃষ্টির কারণে অন্তত ১৪টি ফ্লাইটকে গো-অ্যারাউন্ড করতে হয়েছে এবং কয়েকটি বিমান অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। বিমানবন্দরের এক আধিকারিক জানান, বিমানের তেমন কোনও কাঠামোগত ক্ষতি হয়নি, শুধু রানওয়ের গায়ে ঘষা লেগেছে।ঘটনাটির পর যাত্রীদের মধ্যে সামান্য আতঙ্ক তৈরি হলেও, শেষ পর্যন্ত বিমান নিরাপদে অবতরণ করায় বড় বিপদ এড়ানো গিয়েছে।