তাঁর নামে অভিযোগের শেষ নেই, একাধিক যৌন অসদাচরণের অভিযোগের পর এবার কেরলের কংগ্রেস যুব নেতা ও পালাক্কাড়ের বিধায়ক রাহুল মামকুটাথিলের বিরুদ্ধে উঠল এক গর্ভবতী মহিলাকে হয়রানির অভিযোগ। সদ্য একটি চার মিনিট নয় সেকেন্ডের অডিয়ো ক্লিপ প্রকাশ্যে এসেছে, (এই অডিয়োর সত্যতা যাচাই করেনি জাজবাত২৪বাংলা) যাতে তিনি এক মহিলাকে জোর করে গর্ভপাত করাতে চাপ দিচ্ছেন এবং ওই মহিলা আপত্তি জানালে তাকে ‘কয়েক সেকেন্ডের মধ্যে মেরে ফেলার’ হুমকি দিচ্ছেন।
এর আগে বারবার নানা মহিলার বিরুদ্ধে নানা হয়রানির অভিযোগ উঠেছে রাহুল মামকুটাথিলের বিরুদ্ধে। অভিনেত্রী রিনি জর্জ এক যুব নেতার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুললেও তার নাম প্রকাশ করেননি। বিজেপি তখন মামকুটাথিলের দিকেই আঙুল তোলে। লেখিকা হানি ভাস্করন থেকে ট্রান্স-অ্যাক্টিভিস্ট অবন্তিকা সকলেই তার বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন বিভিন্ন সময়ে।
যদিও মামকুটাথিল বারবার সেই সব অভিযোগ অস্বীকার করেছেন। তবে এবার অডিয়ো ক্লিপ বিতর্ক সামনে আসায় ২১ আগস্ট যুব কংগ্রেস সভাপতিসহ সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন রাহুল মামকুটাথিল। যদিও তাঁর দাবি, এতে দলের চাপ ছিল না, এটা স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত। তবে কেরলে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাহুল মামকুটাথিলের বিরুদ্ধে ওঠা অভিযোগ বিরোধী দলগুলিকে নতুন অস্ত্র দিয়েছে।
যদিও পালাক্কাড়ের বিধায়কের দাবি যে অভিযোগকারীদের কেউই আইনি অভিযোগ দায়ের করেননি। আর যদি সিপিএম তা করতে চায় তাহলে আদালতে নিজেকে নির্দোষ প্রমাণ করব।