শিক্ষক দুর্নীতি মামলায় পুরুলিয়া শহরের পাঁচ নম্বর ওয়ার্ডের হুচুক পাড়া এলাকায় শুভময় মঙ্গলের বাড়িতে ইডির হানা। ইডির আধিকারিকরা তার বাড়িতে যান।
শিক্ষক দুর্নীতি নিয়োগ মামলায় পুরুলিয়ার হুচুকপাড়ায় বাসিন্দা শুভময় মঙ্গলের বাড়িতে সকাল থেকে অভিযান চালায় ইডির আধিকারিকরা। এলাকা ঘিরে ফেলা হয়েছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে । নানান নথি খতিয়ে দেখছেন ইডির আধিকারিকেরা।
সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ট ব্যক্তির সঙ্গে শুভময় মঙ্গলের ঘনিষ্ট সম্পর্ক রয়েছে। সেই সূত্র ধরে ইডির আধিকারিকরা যান পুরুলিয়ায়।
শুভময় মঙ্গলের তিন মেয়ে। তারা প্রত্যেকেই শিক্ষিকা। শুভময় মঙ্গলের মেজো মেয়ের সঙ্গে বিয়ে হয় প্রসন্ন রায়ের। প্রসন্ন রায় আগেই গ্রেফতার হয়েছিলেন শিক্ষক দুর্নীতি মামলায়।