অক্টোবর মাসের শেষ কিংবা নভেম্বর মাসের প্রথমে শুরু হচ্ছে স্থগিত রাখা ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলের ম্যাচ। দিল্লিতে এআইএফএফ-এফএসডিএল এর বৈঠক থেকে এমন সম্ভাবনাই উঠে এসেছে। সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই দুপক্ষ আলোচনায় বসেছিল সোমবার।
বৈঠক শেষে এআইএফএফ এক বিবৃতিও প্রকাশ করেছে। সেখানে লেখা হয়েছে, উভয়পক্ষ “পারস্পরিক সম্মত প্রস্তাবে পৌঁছনোর” (arriving at a mutually agreed proposal) বিষয়ে আস্থা প্রকাশ করেছে। জানানো হয়েছে, “যৌথ প্রস্তাবটি আগামী ২৮ আগস্ট সুপ্রিম কোর্টে জমা দেওয়া হবে। বিষয়টি বিচারাধীন থাকায়, উভয়পক্ষ এই নিয়ে আর কোনও মন্তব্য করবে না।”
এআইএফএফ-এর প্রকাশিত বিবৃতিতে ইন্ডিয়ান সুপার লিগ এবং সুপার কাপ কবে থেকে শুরু হবে তা নিয়ে কিন্তু সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে এফএসডিএল কর্তৃপক্ষ অংশগ্রহণকারী ক্লাবগুলিকে তার একটা ইঙ্গিত দিয়ে রেখেছে। সূত্রের খবর, ৮ ডিসেম্বরে শেষ হতে চলা মাস্টার রাইটস এগ্রিমেন্ট অস্থায়ীভাবে কিছুটা বাড়িয়েই আইএসএল চালু করতে সম্মত হয়েছে এফএসডিএল কর্তৃপক্ষ।
জাতীয় ফুটবল ফেডারেশনের প্রস্তাবিত খসড়া সংবিধান এখন শীর্ষ আদালতে বিচারাধীন। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এল নাগেশ্বর রাও কর্তৃক প্রস্তুত AIFF খসড়া সংবিধানকে ছাড়পত্র দেওয়ার বিষয়টি ‘রিজার্ভ’ করে রেখেছে শীর্ষ আদালত। সেই জটিলতা কাটলেই নতুন পরিচালন কমিটি বেছে নেবে ফেডারেশন। এফএসডিএল কর্তৃপক্ষ এআইএফএফ-এর নতুন কর্তাদের সঙ্গেই এমআরএ চুক্তি পাকাপাকিভাবে পুনর্নবীকরণ করতে আগ্রহী।
ভারতীয় ফুটবলের স্বার্থেই তাই চুক্তি আপাতত অস্থায়ীভাবে কিছুদিনের জন্য বাড়িয়ে নিতে সম্মত হয়েছে ফেডারেশনের বিপণন সংস্থা এফএসডিএল। আইএসএল-এ অংশগ্রহণকারী ১৩ টি ক্লাবকেই প্রস্তুত থাকার কথাও বেসরকারি ভাবে জানিয়েছে। এফএসডিএল কর্তৃপক্ষ চাইছে স্থগিত রাখা আইএসএল শুরু করে তা মার্চের মধ্যেই শেষ করতে।
সুপ্রিম কোর্টের পরবর্তী শুনানি ২৮ আগস্ট। সেখানেই ফেডারেশন এবং এফএসডিএল বিষয়টি তুলবে। একই সঙ্গে জানানো হবে এমআরএ ঘিরে চুক্তি নবীকরণ নিয়েও তারা আলোচনা চালিয়ে যাচ্ছে। স্থগিত আইএসএল চালু হলে সেখানে আগের মতো অবনমনও থাকবে কি না তা নিয়ে কিন্তু কোনও পরিষ্কার ছবি উঠে আসেনি।
আইএসএল স্থগিত থাকায় ক্লাবগুলিতে শুধু অচলাবস্থাই তৈরি হয়নি, তাদের আন্তর্জাতিক ম্যাচ খেলার প্রস্তুতিতেও বাধা পড়েছে। এএফসি টুর্নামেন্টে অংশ নিতে চলা ক্লাবগুলি তাদের শক্তি যাচাই করার মতো ভাল প্রতিযোগিতামূলক ম্যাচ খেলতে পারছে না। স্থগিত আইএসএল চালু হলে, স্বস্তি ফিরবে এএফসি-র টুর্নামেন্টে যোগ্যতা অর্জনকারী ক্লাবগুলির।
