চমকপ্রদ ঘটনার সাক্ষী রাজস্থানের উদয়পুর! মঙ্গলবার ১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছর বয়সি মহিলা। তাঁর নাম রেখা গালবেলিয়া। এর আগে তিনি ১৬ তম সন্তানের জন্ম দিয়েছিলেন। তবে দুর্ভাগ্যবশত তাঁর চার ছেলে এবং এক মেয়ে জন্মের পরপরই মারা যায়। বর্তমানে জীবিত সন্তানদের মধ্যে পাঁচজনের বিয়ে হয়ে গেছে এবং তাঁদেরও সন্তান রয়েছে।
রেখার মেয়ে শীলা কালবেলিয়া পরিবারের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা জানিয়ে বলেন,“আমাদের অনেক কষ্টের মুখোমুখি হতে হয়েছে। যখনই মানুষ শুনছে মা’এর এতগুলো সন্তান আছে, সবাই অবাক হয়ে যাচ্ছে।”
রেখার স্বামী কাভরা কালবেলিয়া তাঁদের আর্থিক অসহায়তার কথা তুলে ধরে জানান, “আমাদের নিজের কোনো বাড়ি নেই। সন্তানদের খাওয়ানোর জন্য আমাকে মহাজনদের কাছ থেকে ২০ শতাংশ সুদে টাকা ধার করতে হয়েছে। লক্ষ লক্ষ টাকা শোধ করলেও সুদের বোঝা এখনও পুরোপুরি শেষ হয়নি।”
পরিবারটি ভাঙারি বা ভাঙা সামগ্রী সংগ্রহ করেই জীবিকা নির্বাহ করে। তাই সন্তানদের কারোরই পড়াশোনার সুযোগ হয়নি। কাভরা বলেন, “আমাদের নামে জমি না থাকায় প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বাড়ি অনুমোদিত হলেও আমরা এখনও গৃহহীন। খাবার, বিয়ে বা পড়াশোনার মতো প্রয়োজনীয় চাহিদা পূরণের সামর্থ্য নেই। প্রতিদিন এই সমস্যার সঙ্গেই লড়তে হয়।”
এই ঘটনার চিকিৎসক, ঝাড়োল কমিউনিটি হেলথ সেন্টারের স্ত্রীরোগ বিশেষজ্ঞ রোশন দারাঙ্গি জানান, প্রথমে পরিবারটি রেখার সন্তান সংখ্যা সম্পর্কে ভ্রান্ত তথ্য দিয়েছিল। “রেখাকে যখন ভর্তি করা হয়, পরিবার বলেছিল এটাই তাঁর চতুর্থ সন্তান। পরে জানা গেল এটাই তাঁর ১৭তম সন্তান।” এই ঘটনায় শোরগোল উদয়পুরে।