অবশেষে প্রকাশ্যে এল বহু প্রতীক্ষিত ছবি সানি সংস্কারি কি তুলসি কুমারী-র টিজার। বরুণ ধাওয়ান ও জাহ্নবী কাপুর অভিনীত এই রোমান্টিক-কমেডি ছবির টিজারটি শুক্রবার প্রকাশিত হয়েছে, যদিও কিছুটা দেরি হয়েছিল মুক্তিতে। ছবিতে আরও আছেন সান্যা মালহোত্রা ও রোহিত সরাফ। তাঁদের দম্পতির ভূমিকায় দেখা যাবে।
টিজারের শুরুতেই বরুণ ধাওয়ানকে দেখা যায় ‘অমরেন্দ্র বাহুবলী’ চরিত্রে অভিনয় করতে, যেটি মূলত প্রভাসের জনপ্রিয় চরিত্র। ধীরে ধীরে ছবির চরিত্রগুলোকে পরিচয় করিয়ে দেওয়া হয়, জাহ্নবী কাপুর, সান্যা মালহোত্রা ও রোহিত সরাফ। টিজারে একঝলক দেখা মেলে আসন্ন রোম্যান্স ও নাটকের।
টিজারের ক্যাপশনে লেখা ছিল, “সংক্ষিপ্ত পরিচয়: চারজন মানুষ। দুইজন হার্টব্রেকার। এক বিয়ে। টিজার এখন প্রকাশ্যে! সানি সংস্কারি কি তুলসি কুমারী আসছে এই দশেরায়, ২ অক্টোবর।”
ভক্তরা এই টিজার দেখে দারুণ উচ্ছ্বসিত। বিশেষত বরুণ ধাওয়ানকে আবারও পুরোদস্তুর কমেডি ভূমিকায় দেখে খুশি দর্শকরা বলছেন, “অবশেষে বরুণ ধাওয়ানকে দেখা গেল পুরো কমেডিতে”, “এবার সত্যিই বরুণ তাঁর সেরা ফর্মে ফিরলেন”, “অনেক বছর পর আবার রোমান্টিক-কমেডিতে তাঁকে দেখে দারুণ লাগছে”, “অবশেষে ‘ম্যায় তেরা হিরো’, ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, আর ‘বদ্রীনাথ কি দুলহানিয়া’-র পর আবারও কমেডিতে ফিরলেন বরুণ।”
ছবিটি মুক্তি পাচ্ছে ২ অক্টোবরে। ওইদিন একসঙ্গে পড়ছে গান্ধী জয়ন্তী ও দশেরা। সেই দিনই এই সিনেমা বক্স অফিসে বড়সড় টক্কর দিতে চলেছে কান্তারা: চ্যাপ্টার ১-এর সঙ্গে। “সানি সংস্কারী কি তুলসি কুমারী” ছবির পরিচালক শশাঙ্ক খৈতান, যাঁর সঙ্গে এটি বরুণ ধাওয়ানের তৃতীয় কাজ। এর আগে তাঁরা একসঙ্গে সুপারহিট হাম্পটি শর্মা কি দুলহানিয়া (২০১৪) এবং বদ্রীনাথ কি দুলহানিয়া (২০১৭) করেছিলেন। আপাতত মুক্তির অপেক্ষায় “সানি সংস্কারি কি তুলসি কুমারী”
