দিল্লির কালকাজি মন্দিরে ‘প্রসাদ’ সংক্রান্ত ঝামেলাকে কেন্দ্র করে এক সেবায়েতকে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ২৯ অগস্ট সন্ধ্যায়। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, অন্তত তিনজন যুবক লাঠি দিয়ে ওই মন্দিরের সেবায়েতকে মারধর করছে, মার খেতে খেতে তিনি মাটিতে লুটিয়ে পড়ে যান।
মৃত সেবায়েতের নাম যোগেন্দ্র সিংহ (৩৫)। তিনি উত্তরপ্রদেশের হারদোই জেলার বাসিন্দা এবং গত ১৫ বছর ধরে কালকাজি মন্দিরে সেবায়েতের দায়িত্বে ছিলেন।
কয়েকজন দর্শনার্থী দর্শন শেষে সেবায়েতের কাছে প্রসাদ চাইতে যান। সেই সময়েই কথাকাটাকাটি শুরু হয়। পুলিশ জানিয়েছে, বাকবিতন্ডা দ্রুতই হিংসার আকার নেয়। অভিযুক্তরা লাঠি ও ঘুষি মেরে যোগেন্দ্র সিংহকে গুরুতর জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাঁকে এইমস হাসপাতালের ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়। তবে মৃত্যু হয় তাঁর।
ঘটনাস্থলেই স্থানীয়রা এক অভিযুক্ত অতুল পান্ডে (৩০) নামে দক্ষিণপুরীর এক বাসিন্দাকে ধরে পুলিশের হাতে তুলে দেন।
পুলিশের জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে খুনের ধারায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে, বাকি দোষীদেরও চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেফতার করা হবে।