জাপানের প্রধানমন্ত্রী শিগিরু ইশিবা ও তাঁর স্ত্রীকে বিশেষ উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইশিবার জন্য মোদির উপহার ছিল বিশেষ ‘রামেন বোলস উইথ চপস্টিকস’। প্রাচীন ভারতীয় কারুশিল্প ও জাপানি রন্ধন সংস্কৃতির মেলবন্ধন এই শিল্পকর্মে। অন্ধ্রপ্রদেশের বিরল মুনস্টোন দিয়ে তৈরি বাদামি রঙের একটি বড় বাটি ও তার সঙ্গে চারটি ছোট বাটি সাজানো হয়েছে রাজস্থানের পারচিনকারি শৈলীতে। যার ভিত্তি মকরানা মার্বেল। সঙ্গে রুপোর চপস্টিকস। জাপানের ডনবুরি ও সোবা রন্ধনরীতির ছাপ ফুটে উঠেছে এই সেটটিতে। মুনস্টোন প্রেম, ভারসাম্য ও সুরক্ষার প্রতীক বলে মনে করা হয়। এই উপহারে ফুটে উঠেছে ভারতীয় ভাবনা ও জাপানি প্রেক্ষাপটের অনন্য মেলবন্ধন ।
জাপানের প্রধানমন্ত্রীর স্ত্রীকে দিয়েছেন হাতে তৈরি বিশেষ পশমিনা শাল। এই শালটি লাদাখের চাংথাঙ্গি প্রজাতির ছাগলের পশম দিয়ে তৈরি। সূক্ষ্ম পশম দিয়ে কাশ্মীরি কারিগরদের হাতে বোনা এই শালটি পালকের মতো হালকা হলেও তার উষ্ণতা, সৌন্দর্যের খ্যাতি বিশ্বজুড়ে। একটি সুন্দর বাক্সে ভরে প্রধানমন্ত্রী এই শালটি ইশিবার স্ত্রীকে দিয়েছেন।
বাক্সের উপর রয়েছে ফুল ও পাখির নকশা।
এবারের জাপান সফরে মোদি সেন্দাইয়ের গুরুত্বপূর্ণ শিল্পকেন্দ্রগুলি পরিদর্শন করেন। যার মধ্যে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট এবং একটি বুলেট ট্রেন কোচ উৎপাদন কেন্দ্র রয়েছে। চিনের তিয়ানজিনে এসসিও শীর্ষ সম্মেলনে যোগ দিতে মোদি জাপান থেকেই বেজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। সেখানে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে সে বিষয়ে আলোচনা হবে বলে আশা করছে কূটনৈতিক মহল। হচ্ছে। এসসিও সম্মেলনের ফাঁকে মোদি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও বৈঠক করবেন বলে খবর।
Leave a comment
Leave a comment
