ছাব্বিশের টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে মেন্টরের ভূমিকায় দেখা যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। এশিয়া কাপ ক্রিকেট শুরুর মুখে এমন জল্পনা ছড়িয়েছে গোটা ক্রিকেট মহলে। সূত্রের খবর, আন্তর্জাতিক ক্রিকেট থেকে কমবেশি ৬ বছর আগে বিদায় নেওয়া ধোনিকে বিসিসিআই মেন্টর হিসেবে চাইছে।
বিসিসিআই ২০২৬ সালের টি-২০ বিশ্বকাপে পরামর্শদাতার ভূমিকায় থাকার জন্য ধোনির কাছে প্রস্তাব পাঠিয়েছে। বোর্ড বিশ্বাস করে যে, ড্রেসিং রুমে ধোনির তীক্ষ্ণ ক্রিকেট মস্তিষ্ক থাকা একটি উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারে। আবার বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ধোনিকে ”অল ফরম্যাট মেন্টর” হিসেবে দায়িত্ব গ্রহণ করার অনুরোধ করেছে বিসিসিআই।
প্রসঙ্গত ২০২৬ সালে ভারতের মাটিতে হবে টি-২০ বিশ্বকাপ। দু’বছর আগে ওয়েস্ট ইন্ডিজ়ে আইসিসি-র সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ জিতেছিল ভারত। এবার তাই তৃতীয় বার দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপ জেতার লক্ষ্যে নামবেন সূর্যকুমার যাদবরা। ঘরের মাঠের বিশ্বকাপে কি ভারতের ডাগ আউটে দেখা যাবে ধোনিকে? সংবাদ মাধ্যমের নানান প্রতিবেদনের জেরে জল্পনা ছড়িয়েছে গোটা দেশজুড়ে।
জাতীয় ক্রিকেট দলের মেন্টরের দায়িত্ব এর আগেও সামাল দিয়েছেন প্রাক্তন উইকেটরক্ষক-অধিনায়ক ধোনি। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের সময়ে ধোনিকে ভারতীয় দলের মেন্টর করা হয়েছিল। সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্ত্রী ছিলেন দলের হেড কোচ। সে বার কিন্তু সাফল্য পাননি মেন্টর ধোনি। বিশ্বকাপের নক আউটে পর্বে উঠতে পারেনি কোহলির ভারত। গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের কাছে ১০ উইকেটেও হারতে হয়েছিল। বিশ্বকাপের পরেই তাই দায়িত্ব ছাড়েন ধোনি।
কিন্তু এবার বিসিসিআই-এর প্রস্তাব মানলে ধোনির দায়িত্ব আরও বাড়বে। যার সুফল পেতে পারেন নানান স্তরের জাতীয় দলের ক্রিকেটাররা। ধোনিকে ঘিরে এই খবর সামনে আসার পরেই জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরকে ঘিরেও জল্পনা শুরু হয়েছে। তবে কি একা গম্ভীরের উপর আর ভরসা রাখছে না বোর্ড? ছোট ফরম্যাটে কোচ গম্ভীরও কিন্তু সফল। চলতি বছরই চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন তিনি।
তা হলে কেন ধোনিকে মেন্টরের প্রস্তাব দেওয়া হয়েছে? সূত্রের খবর, রোহিত শর্মা, বিরাট কোহলি না থাকায় তরুণ ক্রিকেটারদের মাথার উপর ধোনির মতো কাউকে রাখতে চাইছে বোর্ড। কোনও সমস্যা হলে যাতে ক্রিকেটারেরা ধোনির কাছে যেতে পারেন, পরামর্শ নিতে পারেন, সেই ব্যবস্থা পাকা করতে চাইছে বিসিসিআই।
মহেন্দ্র সিং ধোনির কাছে পাঠানো প্রস্তাব তিনি গ্রহণ করবেন কি না তা নিয়েও সংশয় রয়েছে। কারণ, অবশ্যই গৌতম গম্ভীর। দু’জন একটা সময়ে একসঙ্গে ভারতীয় দলে খেলেছেন। ধোনিকে ২০০৭ সালের টি-২০ বিশ্বকাপ ও ২০১১ সালের ওডিআই বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন গম্ভীর। তা সত্ত্বেও অতীতে অনেক বারই অধিনায়ক ধোনির সমালোচনা শোনা গিয়েছে গম্ভীরের মুখে। এই অবস্থায় দু’জনেই জাতীয় দলের মাথায় থাকলে হিতে বিপরীতও হতে পারে বলে আশঙ্কা করেছেন কেউ কেউ।
সূত্রের খবর, মহেন্দ্র সিং ধোনি তাই এখনই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রস্তাবে সাড়া দেননি। বরং তিনি নিজেকে তৈরি করছেন পরবর্তী আইপিএল মরশুমের জন্য। চেন্নাই সুপার কিংসকে আগের ভূমিকায় ফেরাতে দল গঠনেও বড় ভূমিকা নিচ্ছেন মাহি।