তৃণমূল কংগ্রেস সাংসদ ও প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ইউসুফ পাঠান পাটনায় অনুষ্ঠিত হতে চলা ‘ভোটার অধিকার যাত্রা’-র সমাবেশে অংশ নেবেন। রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের নেতৃত্বাধীন এই যাত্রার শেষ পর্যায়ে পাঠানের পাশাপাশি তৃণমূলের জাতীয় কার্যকরী কমিটির সদস্য ললিতেশ ত্রিপাঠীও উপস্থিত থাকবেন।
এর আগে জানা গিয়েছিল, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে এই সমাবেশে উপস্থিত থাকতে পারবেন না। তখন দল জানিয়েছিল, অন্যান্য সিনিয়র নেতাদের পাঠানো হবে।
তৃণমূল বিহারে ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা (SIR) নিয়ে বারবার সরব। নাম বাদ দেওয়ার অভিযোগের প্রতিবাদেই রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের এই ‘ভোটার অধিকার যাত্রা’। ইতিমধ্যেই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব এতে যোগ দিয়েছেন।
১৬ দিনের এই যাত্রা ১৭ আগস্ট বিহারের সাসারাম থেকে শুরু হয়েছিল। মোট ২৩টি জেলা ঘুরে ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে আগামী ১ সেপ্টেম্বর পাটনায় সমাপ্ত হবে।
তৃণমূল সূত্রে জানানো হয়েছে, ডিএমকে, জেএমএম বা সমাজবাদী পার্টির মতো কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সরাসরি জোট নেই। তাই ইউসুফ পাঠান ও ললিতেশ ত্রিপাঠীকে পাঠিয়ে তাঁরা এমন মুখ তুলে ধরতে চাইছেন, যাদের বিহারের মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে। পাঠান একজন জনপ্রিয় ক্রিকেটার হিসেবে সারা দেশেই পরিচিত, আর উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ত্রিপাঠীর পুত্র ললিতেশ বিহার রাজনীতিরও পরিচিত মুখ।
