রজার ফেডেরারের রেকর্ড ভেঙে ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন নোভাক জকোভিচ। শেষ ষোলোর ম্যাচে ফর্মে থাকা জার্মানির জ্যান-লেনার্ড স্ট্রুফকে মাত্র ১ ঘন্টা ৪৯ মিনিটে স্ট্রেট সেটে পরাস্ত করেছেন তিনি। খেলার ফলাফল ৬-৩, ৬-৩ এবং ৬-২। এই একতরফা জয়ের সুবাদে এক মরশুমে চারটি গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছনো সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হয়ে গেলেন ৩৮ বছর বয়সি জোকার।
এক কথায়, একটি নিখুঁত জয়। যদিও সেটের মাঝামাঝি সময়ে দু’বার ঘাড় এবং কাঁধের সমস্যার জন্য ফিজিওর শরণাপন্ন হতে হয়েছে সার্বিয়ান তারকাকে। তবু কার্যত গোটা সময়জুড়েই কোর্টে বজায় থাকল তাঁর কর্তৃত্ব। এ দিন সার্ভ করে মোট ১২ টি ‘এস’ মেরেছেন তিনি। সেই সঙ্গে প্রথম সার্ভের প্রায় ৮০ শতাংশ ক্ষেত্রে পয়েন্ট অর্জন করেছেন। মূলতঃ এতেই এগিয়ে যান জকোভিচ। যদিও প্রতিপক্ষ স্ট্রুফ একবার তাঁর সার্ভিস ভাঙতে পেরেছেন।
উল্টোদিকে স্ট্রুফের সার্ভিস জকোভিচ ভাঙেন মোট ৮ বার। সব মিলিয়ে জার্মান প্রতিদ্বন্দ্বীকে কার্যত দাঁড়াতে না দিয়েই শেষ আটের টিকিট পাকা করলেন ২৪ টি গ্র্যান্ড স্ল্যামের মালিক। আর তাতেই ফেডেরারের রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়েছেন জোকার।এক বছরে সবচেয়ে বেশি বার চারটি গ্র্যান্ড স্ল্যামের কোয়ার্টার ফাইনালে ওঠার রেকর্ড ছিল ফেডেক্সের দখলে। মোট ৮ বার এই কাজ করেছিলেন তিনি। যথাক্রমে ২০০৫, ২০০৬, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১০, ২০১১ এবং ২০১২ সালে।
এবার সেই রেকর্ড ভেঙে মোট ৯ বার এক বছরে চারটি গ্র্যান্ড স্ল্যামের শেষ আটে পৌঁছনোর কীর্তি গড়লেন জকোভিচ। যথাক্রমে ২০১০, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫, ২০২১, ২০২৩ এবং ২০২৫ সালে। সেই সঙ্গে এই নিয়ে ১৪ বার ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনাল খেলতে চলেছেন তিনি। যেখানে মুখোমুখি হবেন বিশ্বের চতুর্থ বাছাই টেলর ফ্রিৎজের। উল্লেখ্য, চলতি বছরে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে এই ফ্রিৎজের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল জকোভিচকে। সুতরাং, কোয়ার্টার ফাইনালে বিশ্বের সপ্তম বাছাই হিসেবে লড়াইটা যে তাঁর জন্য খুব একটা সহজ হবে না তা বলাই বাহুল্য।
যদিও শেষ ষোলোর ম্যাচে অপ্রতিরোধ্য জয়ের পর এখনই সেসব নিয়ে খুব একটা ভাবছেন না জোকার। আপাতত বরং এই জয় নিয়েই উচ্ছ্বসিত তিনি। বলেন, “ভাল সার্ভ করলে তা অবশ্যই ফলপ্রসূ হবে। আমার মনে হয় শেষ রাউন্ডে এবং আজও আমার দুর্দান্ত সার্ভিং পারফর্মেন্স ছিল।” এর পাশাপাশি কোর্টে উপস্থিত সকল দর্শককেও সমর্থন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন জোকার। এদিকে শুধু তিনিই নন। ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আরও দুই তারকা আলকারাজ ও এরিনা সাবালেঙ্কা। সার্বিয়ান কিংবদন্তির মত এঁরাও জয় পেয়েছেন স্ট্রেট সেটে।
