‘অ্যাটম বোমা’ ফাটিয়ে আগেই তীব্র হইচই ফেলে দিয়েছেন জাতীয় রাজনীতিতে। এবার ‘হাইড্রোজেন বোমা’ ফাটানোর হুঁশিয়ারি দিলেন রাহুল গান্ধী। বিহারের পাটনায় ‘ভোটার অধিকার যাত্রা’র সমাপ্তি অনুষ্ঠানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোমবার বিজেপিকে তীব্র আক্রমণ করেন। তিনি জানান, কংগ্রেস শীঘ্রই ভোট চুরি নিয়ে আরও এমন সব তথ্যপ্রমাণ প্রকাশ করবে, যা “হাইড্রোজেন বোমা” ফাটানোর সামিল। রাহুলের দাবি, প্রমাণ সমেত সেই তথ্য প্রকাশের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আর দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবেন না।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল বলেন, “আমরা বিজেপিকে সংবিধান খুন করতে দেব না। তাই এই যাত্রা শুরু করেছিলাম। মানুষের অভূতপূর্ব সাড়া মিলেছে। পথে পথে মানুষ নেমে এসেছে, স্লোগান তুলেছে, ভোট চোর গদ্দি ছোড়।”
রাহুল গান্ধীর সাফ হুঁশিয়ারি, “পরমাণু বোমার চেয়ে বড় কিছু শুনেছেন? সেটাই হাইড্রোজেন বোমা। বিজেপির লোকেরা তৈরি থাকুন, ভোট চুরির হাইড্রোজেন বোমা ফাটতে চলেছে। তারপর মোদিজি দেশের সামনে মুখ দেখাতে পারবেন না।”
তিনি আরও অভিযোগ করেন, মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন ও কর্নাটকের বেঙ্গালুরুর মহাদেবপুরা আসনে ভোট চুরি হয়েছে। প্রমাণ-সহ কংগ্রেস তা দেখিয়েছে।
রাহুল বলেন, “বিহারের যুবকদের বলছি, ভোট চুরি মানে শুধু ভোট নয়, এটি অধিকার চুরি, গণতন্ত্র চুরি, কর্মসংস্থান চুরি। বিজেপি আপনার রেশন কার্ডও কেড়ে নেবে, আপনার অধিকারও কেড়ে নেবে।”
রাহুল গান্ধীর নেতৃত্বে আয়োজিত ‘ভোটার অধিকার যাত্রা’ ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে ২৫ জেলার ১১০টি বিধানসভা আসন ঘুরে রবিবার পাটনায় পৌঁছয়। যাত্রার সমাপ্তিতে মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দেন মল্লিকার্জুন খাড়গে, তেজস্বী যাদব, হেমন্ত সোরেন, দীপঙ্কর ভট্টাচার্য, এম এ বেবি, অ্যানি রাজা, ইউসুফ পাঠান, সঞ্জয় রাউত-সহ বিরোধী জোটের নেতারা।
‘গান্ধী থেকে আম্বেদকর’ মার্চ পাটনার ডাক বাংলো মোড়ে পুলিশের বাধার মুখে থেমে যায়। সেখানেই সমাবেশে ভাষণ দেন বিরোধী নেতারা।
উল্লেখ্য, গত ১৭ আগস্ট সাসারাম থেকে শুরু হয় এই ‘ভোটার অধিকার যাত্রা’, যা সোমবার পাটনায় শেষ হয়েছে। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মাধ্যমে আসলে নির্বাচন কমিশন ভোটাধিকার হরণ করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলে তা জনসাধারণের সামনে আনার লক্ষ্যেই এই কর্মসূচি নেন রাহুল গান্ধী।