ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, এই বছর সেপ্টেম্বর মাসে দেশজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই ভারী বর্ষণ ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়েছে একাধিক রাজ্য।
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, সেপ্টেম্বরে গড় বৃষ্টিপাত স্বাভাবিক ১৬৭.৯ মিমির তুলনায় ১০৯%-র বেশি হতে পারে। দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা। তবে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে এবং দক্ষিণে প্রান্তিক উপদ্বীপের কিছু অংশে কম বৃষ্টিপাত হতে পারে।
অনলাইন সাংবাদিক বৈঠকে আইএমডি ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, “উত্তরাখণ্ড থেকে অনেক নদীর উৎপত্তি। সেখানে ভারী বৃষ্টি হলে নদীগুলো ফুলে-ফেঁপে উঠবে, এর প্রভাব পড়বে নীচের শহর ও গ্রামগুলোতে। তাই বিশেষ সতর্ক থাকতে হবে।”
তিনি সতর্ক করেন, সেপ্টেম্বর মাসেও জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও হঠাৎ বন্যার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি ও উত্তর রাজস্থানে অতিবৃষ্টির কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হতে পারে।
এছাড়া ছত্তিসগড়ে মহানদীর উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় প্লাবনের আশঙ্কা তৈরি হয়েছে বলেও জানান তিনি।
গত আগস্ট মাস জুড়ে মেঘভাঙা বৃষ্টি, ভূমিধস ও প্লাবনের ফলে নিয়ম করে প্রায় প্রতিদিনই বিপর্যয়ের খবর এসেছে জম্মু-কাশ্মীর, হিমাচল প্রদেশ বা উত্তরাখণ্ডের কোনও না কোনও জায়গা থেকে। মৃত্যুও হয়েছে অনেকের! ভেসে গেছে একাধিক গ্রাম, রাস্তাঘাট, ব্রিজ, মোবাইল টাওয়ার। বহু জায়গা এখনও সম্পূর্ণভাবে যোগাযোগ বিচ্ছিন্ন। একাধিক রাজ্যের মূল আয় পর্যটন শিল্প থেকে। প্রভাব পড়েছে সেই রাজ্যগুলিতেও । পুজোর সময় অনেকেই এদের বিভিন্ন প্রান্তে বেড়াতে যান। দুর্যোগ হলে সমস্যায় পড়তে পারেন তাঁরাও।
মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, সেপ্টেম্বর মাসেও বিপর্যয়ের হাত থেকে রেহাই মিলছে না রাজ্যবাসীদের।