বক্স অফিসে ‘পুষ্পা-২’ এর বিপুল সাফল্যের পরেও শান্তি নেই অভিনেতা আল্লু অর্জুনের। সম্প্রতি, ২২ ডিসেম্বর হায়দরাবাদে তাঁর জুবিলি হিলসের বাড়িতে একদল বিক্ষোভকারী হামলা চালিয়েছে। জানা গেছে, এই হামলা চালিয়েছে ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির (OU-JAC) সদস্যরা।
ঘটনাটি ঘটে বিকেল ৪:৪৫ নাগাদ, যখন প্ল্যাকার্ড হাতে নিয়ে কয়েকজন ব্যক্তি হঠাৎই আল্লু অর্জুনের বাড়ির মধ্যে ঢুকে স্লোগান দিতে শুরু করেন। এক বিক্ষোভকারী বাড়ির কম্পাউন্ডে উঠে টমেটো ছুড়ে মারতে শুরু করেন। নিরাপত্তা কর্মীরা বাধা দিলে বাকবিতণ্ডা শুরু হয় এবং পরে বিক্ষোভকারীরা তাদের মারধর করেন। এছাড়া, কিছু ফুলের টব নষ্ট করা হয় এবং ইট ছোড়া হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর, ৬ জন বিক্ষোভকারীকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হায়দরাবাদের ডিসিপি পশ্চিম অঞ্চল।
এই হামলার পেছনে রয়েছে একটি দুঃখজনক ঘটনা। ৪ ডিসেম্বর হায়দরাবাদের ‘সন্ধ্যা’ থিয়েটারে ‘পুষ্পা-২’ এর প্রিমিয়ার চলাকালীন পদপিষ্ট হয়ে এক মহিলা অনুরাগীর মৃত্যু ঘটে, এবং তাঁর ছেলেও গুরুতর আহত হন। এই ঘটনা নিয়েই বিক্ষোভকারীরা আল্লু অর্জুনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হামলা চালায়। ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটি দাবি করেছে, নিহত মহিলার পরিবারকে ১ কোটি টাকা আর্থিক সাহায্য দিতে হবে।
এই ঘটনাটি প্রকাশিত হওয়ার এক ঘণ্টার মধ্যে আল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় এক বার্তা দেন। তিনি তাঁর অনুরাগীদের অনুরোধ করেন, যাতে তারা তাদের অনুভূতিগুলি দায়িত্বশীলভাবে প্রকাশ করেন এবং কোনো অশালীন শব্দ ব্যবহার না করেন।