ভারতের প্রখ্যাত স্পিনার রবিচন্দ্রন অশ্বিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পরেও গড়লেন এক অনন্য রেকর্ড। ১৪৭ বছরের টেস্ট ইতিহাসে তিনিই একমাত্র ক্রিকেটার, যিনি ১০০টির বেশি টেস্ট খেলে অবসর নিলেও কখনও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামেননি।
অশ্বিন তাঁর বর্ণাঢ্য টেস্ট কেরিয়ারে মোট ১০৬টি ম্যাচ খেলেছেন এবং উইকেট নিয়েছেন ৫৩৭টি। টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে তাঁর কেরিয়ার শেষ করেন তিনি। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ না খেলার বিষয়টি তাঁকে রেকর্ড বইয়ে বিশেষ জায়গা করে দিয়েছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে বহুদিন ধরেই। দু’দেশের কূটনৈতিক সম্পর্কের জটিলতার কারণে সীমিত ওভারের আইসিসি বা এসিসি টুর্নামেন্ট ছাড়া কোনও সিরিজ অনুষ্ঠিত হয় না। দুই দেশের মধ্যে শেষ টেস্ট সিরিজ হয়েছিল ২০০৭ সালের ডিসেম্বরে। অন্যদিকে, অশ্বিনের টেস্ট অভিষেক হয় ২০১১ সালের নভেম্বরে। ফলে আন্তর্জাতিক কেরিয়ারে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলার সুযোগ তাঁর কখনও হয়নি।
অশ্বিনের এই বিশেষ রেকর্ড শুধু ভারতীয় ক্রিকেট নয়, টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিরল। ১০০টির বেশি টেস্ট খেলে অবসরে যাওয়া অন্যান্য ক্রিকেটারদের মধ্যে কেউই পাকিস্তানের বিপক্ষে টেস্ট না খেলার নজির রাখেননি।
অশ্বিনের এই অনন্য রেকর্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেটপ্রেমীরা আশা করেন, ভবিষ্যতে ভারত-পাকিস্তান টেস্ট সিরিজের প্রতীক্ষা যেন শেষ হয়, আর নতুন প্রতিভারা এমন নজির থেকে মুক্ত থাকতে পারেন।