সংসদে ক্রীড়া বিল পাস হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল স্পনসরের দায়িত্ব থেকে সরে যেতে হয়েছে ড্রিম ইলেভেনকে। এই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার জন্য নতুন স্পনসর খুঁজছে বিসিসিআই। এরই মাঝে এক প্রতিবেদনে দাবি করা হল,
ভারতীয় ক্রিকেট দলকে স্পনসরশিপে আগ্রহীদের বিগত স্পন্সরদের তুলনায় অনেক বেশি খরচ করতে হবে।
গত ২০২৩ সালে বাইজু’স চলে যাওয়ার পর ড্রিম ইলেভেনের সঙ্গে ৩ বছরে ৩৫৮ কোটি টাকার চুক্তি করে ভারতীয় বোর্ড। দুই পক্ষের মধ্যে প্রতিটি হোম ম্যাচের জন্য ৩ কোটি টাকা এবং অ্যাওয়ে ম্যাচের জন্য ১ কোটি টাকার চুক্তি ছিল। এ দিকে উক্ত প্রতিবেদন অনুসারে নতুন স্পনসরের সঙ্গে বিশ্বকাপ কিংবা কোনও বহুদলীয় প্রতিযোগিতায় প্রতিটি ম্যাচের জন্য দেড় কোটি টাকা এবং প্রতিটি দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের জন্য প্রায় সাড়ে ৩ কোটি টাকার চুক্তি করতে চায় বিসিসিআই।
এর আগে ড্রিম ইলেভেনের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচের জন্য ৩.১৭ কোটি টাকার চুক্তি ছিল বোর্ডের। অন্যদিকে বহুজাতিক প্রতিযোগিতার ম্যাচের ক্ষেত্রে এই অঙ্ক ছিল ১.১২ কোটি টাকা। তবে এ বার এই দুই চুক্তির মূল্য যথাক্রমে ১০ শতাংশ এবং ৩ শতাংশ বৃদ্ধির কথা বলা হয়েছে প্রতিবেদনে। সেই সঙ্গে এও জানানো হয়েছে যে, এর ফলে
বোর্ড আনুমানিক ৪০০ কোটি টাকারও বেশি আয় করতে পারে।
এ দিকে মঙ্গলবার জাতীয় দলের প্রধান স্পনসর হতে আগ্রহী প্রার্থীদের দরপত্র আহ্বান করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই আগ্রহ প্রকাশের জন্য তারা আমন্ত্রণ পত্র (IEOI) বিক্রির একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যেখানে দরপত্র জমা দেওয়ার এবং তা মূল্যায়নের শর্তাবলী বিস্তারিতভাবে উল্লেখিত। এই IEOI কেনার শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। অন্যদিকে দরপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৬ সেপ্টেম্বর। এই আমন্ত্রণ পত্রের মূল্য ৫ লক্ষ টাকা। যা অবশ্যই ফেরতযোগ্য। তবে IEOI কিনলেই যে কেউ দরপত্র জমা দিতে পারবে তা মোটেই নয়। এর জন্য অবশ্যই প্রয়োজনীয় শর্তাবলী পালন করতে হবে।