মুম্বই শহরের ট্রাফিক কন্ট্রোল রুমে শুক্রবার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে বোমা হামলার হুমকি এসেছে। হুমকিতে দাবি করা হয়েছে, আনন্দ চতুর্দশীর দিন মুম্বই কেঁপে উঠবে একাধিক বিস্ফোরণে।
মুম্বই পুলিশ জানিয়েছে, বার্তায় বলা হয়েছে শহরের বিভিন্ন জায়গায় ৩৪টি গাড়িতে ৩৪ জন ‘হিউম্যান বম্ব’ অর্থাৎ আত্মঘাতী জঙ্গি ব্যবহার করা হয়েছে। ৪০০ কেজি আরডিএক্স ব্যবহার করে একাধিক বড় বিস্ফোরণের মাধ্যমে গোটা শহরকে কাঁপিয়ে দেওয়া হবে। হুমকি বার্তায় নিজেদের ‘লস্কর-ই-জিহাদি’ নামে পরিচয় দিয়ে দাবি করা হয়েছে, ১৪ জন পাক জঙ্গি ভারতে ঢুকে পড়েছে।
হুমকির গুরুত্ব অনুধাবন করে রাজ্য জুড়ে নিরাপত্তা বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে এবং মুম্বইবাসীকে গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
১০ দিনের গণেশোৎসব শেষের পথে, ঠিক তখনই এই হুমকি ঘিরে চাঞ্চল্য। আগামী শনিবার আনন্দ চতুর্দশীর দিন গণেশ বিসর্জনের মাধ্যমে উৎসবের সমাপ্তি হবে।
এবারও নজর থাকবে লালবাগচা রাজা প্যান্ডেলের দিকে, যেখানে লক্ষাধিক ভক্ত প্রতিদিন ভিড় জমিয়েছেন। প্রায় কয়েক দশক ধরে মুম্বইয়ের গণেশোৎসবের কেন্দ্রবিন্দু এখানকার গণেশ পূজা।
এই বছর ২৭ আগস্ট গণেশ চতুর্থী দিয়ে শুরু হয় উৎসব। আনন্দ চতুর্দশীতে সমাপ্তি ঘটবে শোভাযাত্রা, সঙ্গীত, আরাধনা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।