কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন ও রাজ্যসভা সাংসদ সোনিয়া গান্ধীর বিরুদ্ধে ভুয়ো নথি ব্যবহার করে ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে দিল্লির রাউস এভিনিউ আদালতে ফৌজদারি অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার তিন বছর আগেই তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছিল।
বিকাশ ত্রিপাঠি নামে এক ব্যক্তি এই অভিযোগ দায়ের করে সোনিয়া গান্ধীর বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার দাবি জানিয়েছেন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১৯৮০ সালে নয়াদিল্লি আসনের ভোটার তালিকায় সোনিয়া গান্ধীর নাম ওঠে। ত্রিপাঠির দাবি, গান্ধী ভারতীয় নাগরিকত্ব পান ১৯৮৩ সালের এপ্রিলে।
ত্রিপাঠির আইনজীবী পবন নারাং রাউস অ্যাভিনিউ কোর্টের অতিরিক্ত মুখ্য বিচারক বৈভব চৌরাসিয়ার সামনে যুক্তি দেন, “যদি ১৯৮৩ সালের এপ্রিলে গান্ধী নাগরিকত্বের আবেদন করে থাকেন, তবে ১৯৮০ সালে কীভাবে তাঁর নাম ভোটার তালিকায় উঠল?”
ত্রিপাঠি আরও অভিযোগ করেন, ১৯৮২ সালে সোনিয়া গান্ধীর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, তবে ১৯৮৩ সালে ফের নাম অন্তর্ভুক্ত করা হয়। তাঁর দাবি, ভোটার তালিকায় নাম তুলতে ভুয়ো নথি ব্যবহার করা হয়ে থাকতে পারে।
অভিযোগকারী আরও বলেন, ১৯৮৩ সালের ভোটার তালিকার কাট-অফ তারিখ ছিল ১ জানুয়ারি ১৯৮৩। অথচ সেই বছরের এপ্রিলে গান্ধী নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন।
আদালত মামলার শুনানি আগামী ১০ সেপ্টেম্বর পর্যন্ত মুলতুবি করেছে। তবে আদালত এখনও দিল্লি পুলিশ বা সোনিয়া গান্ধীর উদ্দেশ্যে কোনও আনুষ্ঠানিক নোটিস জারি করেনি।