ইতিমধ্যেই ঘোষিত হয়েছে এশিয়া কাপের জন্য ১৫ জনের ভারতীয় দল। এবার প্রতিযোগিতা শুরুর আগে টিম ইন্ডিয়ার প্রথম একাদশ বেছে নিলেন সুনীল মনোহর গাভাসকর। যিনি মনে করছেন, আসন্ন প্রতিযোগিতায় রিঙ্কু সিং এবং শিবম দুবেকে এক সঙ্গে সুযোগ দেওয়া সম্ভব নয়। দুজনের মধ্যে থেকে একজনকে বাদ দেওয়া হতে পারে বলে দাবি করেছেন লিটল মাস্টার।
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরশাহীতে বসতে চলেছে এশিয়া কাপের আসর। এবারের প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে। তার আগে এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে গাভাসকর জানান, “মনে হচ্ছে রিঙ্কু এবং শিবমের মধ্যে কোনও একজকে সুযোগ পাওয়ার জন্য আরেকটু অপেক্ষা করতে হতে পারে।” উল্লেখ্য, দলে দুজনের ভূমিকা আলাদা। দুবে ব্যাটিং এবং মিডিয়াম ফাস্ট বোলিং অলরাউন্ডার হিসেবে খেললেও রিঙ্কু খেলেন ফিনিশার হিসেবে। তবু যে কোনও একজনকে খেলানোর পরামর্শ দিচ্ছেন লিটল মাস্টার।
নিজের বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, “অক্ষর প্যাটেলেরও এই দলে বাঁ-হাতি বোলার হিসেবে খেলার সম্ভাবনা রয়েছে। আর তিনি ৪ ওভার ভাল বোলিং করতে পারেন। তাই মনে হচ্ছে, রিঙ্কু এবং শিবমের মতো কাউকে সুযোগ পাওয়ার আগে কিছুটা অপেক্ষা করতে হতে পারে।” এর পাশাপাশি গাভাসকর জানান, তাঁর মতে যে দুই স্পিনারকে টিম ম্যানেজমেন্ট অগ্রাধিকার দিতে চলেছে তাঁরা হলেন অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব। এ ছাড়া তৃতীয় পেসার হিসেবে হর্ষিত রানাও সুযোগ পেতে পারেন বলে মনে করেন সানি।
টিম ইন্ডিয়ায় এখন অলরাউন্ডারের ছড়াছড়ি। সে বিষয়েও উচ্ছ্বাস প্রকাশ করে গাভাসকর বলেন, “আমার মনে হয় না ভারতীয় দল ৮ নম্বর পর্যন্ত ব্যাটিং অর্ডার প্রসারিত করবে। হয়ত কুলদীপ খেলতে পারেন ৮ নম্বরে। এরপর ৯, ১০ এবং ১১ নম্বরে ৩ জন ফাস্ট বোলার।” এরই সঙ্গে যোগ করেছেন, “৩ জন ফাস্ট বোলারের সঙ্গে হার্দিক পাণ্ডিয়া এবং দুজনকে স্পিনারকে খেলানোর অর্থই হল আপনার হাতে আসলে ৪ জন ফাস্ট বোলার। যেটা সব সময়ই খুব ভাল। কারণ, কখনও কখনও যদি একজন বোলারের দিন খারাপ হয়, তা হলে আপনি অন্য কাউকে দিয়ে তার ওভার শেষ করাতে পারেন।”
এশিয়া কাপের দলে রয়েছেন জশপ্রীত বুমরাহও। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে যিনি গত ইংল্যান্ড সফরে দুটি টেস্টে বিশ্রাম নিয়েছিলেন। এবার এশিয়া কাপ খেলতে গিয়ে তাঁর শরীরের ওপর অতিরিক্ত ধকল পড়বে কি না সে প্রশ্ন করা হলে সুনীল গাভাসকর স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, “এই এশিয়া কাপে এটা কেবল ৪ ওভার বল করার ব্যাপার। তাও টানা ৪ ওভার বল করতে হবে না। তাই আমার মনে হয় না এই টুর্নামেন্টে খেলতে বুমরাহ’র কোনও সমস্যা হবে বলে।”