উত্তরপ্রদেশের হাথরস জেলার সিকান্দ্রা রাও থানার অন্তর্গত এক গ্রামে চাঞ্চল্যকর ঘটনা। মাত্র ছয় বছরের এক শিশুকন্যাকে খুনের অভিযোগে এক বিবাহিতা মহিলাকে গ্রেফতার করল পুলিশ, আর তার নাবালক প্রেমিককে হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকাল প্রায় ১০টার সময় বাড়ি থেকে নিখোঁজ হয় উর্বি নামে ওই শিশুটি। বাড়িতে সেই সময় একটি অনুষ্ঠান চলছিল। দুপুর প্রায় দেড়টা নাগাদ গ্রামের এক কুয়ো থেকে বস্তার ভিতরে থাকা তার দেহ উদ্ধার হয়। গলায় কাপড় বাঁধা ছিল।
ময়নাতদন্তে জানা যায়, শ্বাসরোধ করেই শিশুটিকে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, শিশুটি অভিযুক্ত মহিলা ও তার ১৭ বছরের প্রেমিককে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। তখন সে বাবাকে সব বলে দেবে বলে হুমকি দেয়। সেই কারণেই দু’জনে মিলে তাকে শ্বাসরোধ করে খুন করে কূপে ফেলে দেয় বলে অভিযোগ।
অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার সিং জানিয়েছেন, ৩০ বছরের ওই মহিলা স্বীকার করেছেন যে, গত তিন মাস ধরে স তিনি ওই কিশোরের সঙ্গে সম্পর্কে জড়িত। ঘটনার দিন বাড়িতে স্বামী ও শাশুড়ি না থাকায় তিনি প্রেমিককে ডেকে আনেন। কিন্তু হঠাৎই সেখানে ঢুকে পড়ে শিশুটি। সতর্ক করা সত্ত্বেও শিশুটি বাবাকে জানাবে বলে জানায়। তখনই দু’জনে মিলে তাকে হত্যা করে।গ্রেফতারের সময় মহিলার হাতে কামড়ের দাগ পাওয়া যায়। পুলিশের অনুমান, মৃত্যুর আগে পালানোর চেষ্টায় শিশুটি তাকে কামড়ে দিয়েছিল।
এই নৃশংস ঘটনায় গোটা এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে এসেছে।