ছত্তিসগড়ের গরিয়াবন্দ জেলায় আধাসামরিক বাহিনী নকশাল দমন অভিযানে বড়সড় সাফল্য অর্জন করেছে। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত ১০ জন নকশালকে খতম করা হয়েছে বলে সরকারি সূত্রে খবর। নিহতদের মধ্যে রয়েছেন কুখ্যাত নকশাল নেতা এবং দলের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজ ওরফে মোডেম বালকৃষ্ণা। তাঁর মাথার ওপর ছিল এক কোটি টাকার পুরস্কার।
সূত্র মারফত জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এলাকার মৈনপুর জঙ্গলে বিপুল সংখ্যক নকশালের উপস্থিতি ধরা পড়ে। এরপরই সেখানে একযোগে অভিযানে নামে ই-৩০ ব্যাটালিয়ন, এসটিএফ (স্পেশাল টাস্ক ফোর্স) এবং সিআরপিএফ-এর কোবরা কমান্ডো ইউনিট। অভিযান শুরু হওয়ার পর থেকেই জঙ্গলে নিরাপত্তাবাহিনী ও নকশালদের মধ্যে গুলি বিনিময় চলতে থাকে।
অভিযান চলাকালীন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছোট ছোট সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দিনভর টানা সংঘর্ষের পর অন্তত ১০ জন নকশাল নিহত হয়। প্রাথমিক অনুমান, নিহতদের মধ্যে একাধিক সিনিয়র নকশাল নেতাও রয়েছে। নিহতদের মধ্যে নিশ্চিতভাবে মনোজ ওরফে মোডেম বালকৃষ্ণার মৃত্যু নিরাপত্তাবাহিনীর জন্য বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
মনোজ বহু বছর ধরে ছত্তিসগড় ও আশপাশের অঞ্চলে নকশাল কার্যকলাপের মূল মস্তিষ্ক বলে পরিচিত ছিল। একাধিক বড় হামলার সঙ্গে তাঁর নাম জড়িত। রাজ্য সরকার এবং কেন্দ্র তাঁর মাথার দাম ধার্য করেছিল এক কোটি টাকা।
এক আধিকারিক জানিয়েছেন, “১০ জন নকশালকে খতম করা হয়েছে, যার মধ্যে নকশালদের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোজও রয়েছে। অভিযান এখনও চলছে, পরিস্থিতি পুরোপুরি পরিষ্কার হওয়ার পর বিস্তারিত তথ্য জানানো হবে।”
ছত্তিশগড়ের গরিয়াবন্দ অঞ্চল দীর্ঘদিন ধরেই নকশালদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। সম্প্রতি রাজ্য সরকার ও কেন্দ্র যৌথভাবে নকশাল দমন অভিযানের গতি বাড়িয়েছে। বৃহস্পতিবারের এই সাফল্যকে সেই তৎপরতারই বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
নিরাপত্তাবাহিনীর মতে, মনোজের মৃত্যু নকশাল নেতৃত্বে বড় ফাঁক তৈরি করবে এবং ভবিষ্যতে এই অঞ্চলে নকশাল দমনে তা উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।