দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ভয়াবহ ঘটনা। এক পড়ুয়া অপর এক পড়ুয়াকে ছুরি দিয়ে আঘাত করেছে বলে অভিযোগ। এসএসকেএম এ পাঠানো হয় ওই আহত ছাত্রকে। সেখানে মৃত্যু হয়েছে তার।
সূত্রের খবর ঘটনার পরই মেট্রো স্টেশন চত্বর জুড়ে চাপ চাপ রক্ত দেখা যায়। দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে আরপিএফ ও স্থানীয় পুলিশ। শুক্রবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে মেট্রো স্টেশন চত্বরে ব্যাপক শোরগোল পড়ে যায়।
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ঘটনায় প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই পড়ুয়ারা সকলে স্কুলের পোশাক পরে ছিল। কিন্তু ধারালো অস্ত্র কি তারা সঙ্গে করেই নিয়ে এসেছিল, না-কি অন্যরা তা নিয়ে মেট্রো স্টেশনে অপেক্ষা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে। জানা যাচ্ছে, কোপানোর পরে ওই পড়ুয়াকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আটক করা হয়েছে তিন জনকে।
দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে উপস্থিত হয়েছেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপ নগরপাল। এসেছেন আরপিএফ কর্তারা। জানা যাচ্ছে দুপুর আড়াইটে নাগাদ একদল স্কুল পড়ুয়া মেট্রো থেকে দক্ষিণেশ্বরে নামে। প্ল্যাটফর্ম থেকে স্টেশনের দোতলায় নামার পরে ফুড স্টলের কাছে দাঁড়িয়ে নিজেদের মধ্যে বচসা জুড়ে দেয় ওই পড়ুয়ারা। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বচসার পরিণতিতেই এই ঘটনা। ছুরি দিয়ে পেটে আঘাত করা হয়। লুটিয়ে পড়তেই ওই পড়ুয়াকে দোতলার পিছনের দিকের সিঁড়ি দিয়ে নিচে নামিয়ে হাসপাতালে নিয়ে যায় অন্য পড়ুয়ারাই। পরে তাকে এসএসকেএমে পাঠানো হয়। সেখানেই মৃত্যু হয়েছে ওই পড়ুয়ার। ঘটনার পর থেকেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কী কারনেই বচসা ও তার পরিণতিতে এই ভয়াবহ ঘটনা তা খতিয়ে রাখা হচ্ছে।