আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত এবং শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে বসতে চলেছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপের আসর। তার ঠিক আগে এক যুগান্তকারী পদক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের। আইসিসির তরফে ঘোষণা করা হয়েছে, ইতিহাসে প্রথমবারের মতো মহিলা ওয়ানডে বিশ্বকাপ সম্পূর্ণরূপে মহিলাদের দ্বারা পরিচালিত হবে। অর্থাৎ আম্পায়ার এবং ম্যাচ অফিসিয়ালদের প্রত্যেকেই এবার মহিলা।
এর আগে গত ২০২২ সালের কমনওয়েলথ গেমস এবং ২০২৩ ও ২০২৪ সালের প্রমীলা টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গিয়েছিল এই ছবি। এই তিনটি ইভেন্টে ম্যাচ অফিসিয়ালরা সকলেই ছিলেন মহিলা। আর এবার চতুর্থ প্রতিযোগিতা হিসেবে মহিলাদের আসন্ন ওয়ানডে বিশ্বকাপেও দেখা যাবে সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত একটি প্যানেল। তবে এখানেই শেষ নয়। এই প্যানেলে থাকতে চলেছেন তিন ভারতীয় মুখও।
আসন্ন বিশ্বকাপে ম্যাচ রেফারি হিসেবে থাকছেন দেশের প্রাক্তন ক্রিকেটার জি এস লক্ষ্মী। এছাড়া আম্পায়ারের দায়িত্ব পালন করতে দেখা যাবে বৃন্দা রাঠি এবং গায়ত্রী ভেনুগোপালানকে। সব মিলিয়ে মোট ৩ জন ভারতীয় থাকতে চলেছেন বিশ্বকাপের অফিসিয়াল প্যানেলে। যার তত্ত্বাবধানেই বসবে মহিলাদের ১৩ তম ওয়ানডে বিশ্বকাপের আসর। যেখানে অংশ নিতে চলেছে মোট ৮ টি দেশ।
এবারের বিশ্বকাপ চলবে মোট ৩৩ দিন ধরে। হবে মোট ৩১ টি ম্যাচ। এই ম্যাচগুলি পরিচালনার জন্য বেছে নেওয়া হয়েছে মোট ১৪ জন আম্পায়ার এবং ৪ জন ম্যাচ রেফারিকে। জানা গিয়েছে, আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতার ভিত্তিতে এঁরা আসন্ন বিশ্বকাপে আইসিসি প্যানেলের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছেন।আম্পায়ারদের তালিকায় রয়েছেন ক্লেয়ার পোলোসাক, জ্যাকলিন উইলিয়ামস এবং স্যু রেডফার্নের মতো অভিজ্ঞরা। যাঁরা নিজেদের তৃতীয় মহিলা ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণ করবেন।
গত ২০২২ বিশ্বকাপ ফাইনালে সপ্তম শিরোপা জিতেছিল অস্ট্রেলিয়া। সেই ম্যাচে আম্পায়ার ছিলেন লরেন এজেনবাগ এবং কিম কটন। তাঁরা এবারেও থাকছেন। পাশাপাশি ২০২২ সালের অন্যতম ম্যাচ অফিশিয়াল এলোইস শেরিডানও ফিরে আসছেন বলে জানা যাচ্ছে।
Women’s Cricket World Cup 2025, ICC, Match Officials, Umpires
