বুদ্ধদেব পাত্র, পুরুলিয়া
পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী লোকোৎসব ভাদু পুজো নিয়ে ঝালদা শহর মুখরিত। প্রতি বছর বিশ্বকর্মা পুজোর আগের রাতে ভাদু পুজোর আয়োজন হয়ে থাকে, যা এই অঞ্চলের প্রাচীনতম ঐতিহ্য। কথিত আছে, ভাদু বা ভদ্রাবতী ছিলেন কাশীপুর রাজপরিবারের কন্যা। তার অকাল মৃত্যুতে শোকার্ত রাজা এই পুজোর প্রচলন করেন, যা আজও প্রজন্ম থেকে প্রজন্মে অপরিবর্তিতভাবে চলে আসছে।
রাতভর দেবী ভাদুর আরাধনায় মেতে ওঠেন জেলার মহিলারা। ভাদু গানের সুরে প্রান্তিক শহর ঝালদার আকাশ ও মাটিতে প্রতিধ্বনিত হয় উৎসবের মাধুর্য। গানের তালে তালে দেবীর সামনে থালায় মিষ্টি ও বিভিন্ন প্রসাদ নিবেদন করে ভক্তরা তাদের ভক্তি প্রকাশ করেন। উৎসবের আনন্দে মাতোয়ারা ভাদুরা ঘর-বাড়ি ছেড়ে একত্রিত হয়েছিলেন।
বিশ্বকর্মা পুজোর সকালে ভাদু পুজোর সমাপ্তি ঘটে দেবী ভাদুর বিসর্জনের মাধ্যমে। এ সময় আনন্দ আর উচ্ছ্বাসে মিশ্রিত রঙিন মেলায় মুখরিত হয়ে ওঠে পুরো ঝালদা শহর। বিশেষত মিষ্টির দোকানগুলোতে দেদার ভিড়। জিলিপি, সন্দেশসহ নানা মিষ্টান্ন কিনতে ভক্ত-জনতার ভিড় লেগেই থাকে।
পুরুলিয়ার ঐতিহ্যবাহী এই ভাদু উৎসব শুধু ধর্মীয় আচার নয়, একই সঙ্গে সামাজিক মিলনের উৎসব। বিভিন্ন ধর্ম, বর্ণ, বয়সের মানুষ অংশগ্রহণ করে একত্রিত হয়ে ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিবছর ভাদু উৎসব যেন নতুন প্রাণে ঝালদাকে আলোকিত করে।
