বিহারে বিধানসভা নির্বাচন ঘিরে ফের তীব্র হচ্ছে কটুক্তির রাজনৈতিক লড়াই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর প্রয়াত মা হীরাবেন মোদিকে অপমান করার অভিযোগ তোলার কয়েক সপ্তাহ পর এবার বিজেপি দাবি করেছে, আরজেডি নেতা তেজস্বী যাদবের সভায় প্রধানমন্ত্রীর মাকে কটুক্তি করে স্লোগান তোলা হয়েছে।
আরজেডি এই অভিযোগকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে। তাদের বক্তব্য, বিজেপি নির্বাচনের আগে আরজেডিকে কলঙ্কিত করার জন্য ‘ফেক ভিডিয়ো’ ছড়াচ্ছে।
শুক্রবার রাতে বিহার বিজেপি একটি ভিডিয়ো এক্স-এ শেয়ার করে, যেখানে তেজস্বী যাদবের ভাষণের সময় একজনকে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অশালীন শব্দ ব্যবহার করতে শোনা যায়।
বিজেপি তাদের পোস্টে লিখেছে, “তেজস্বী আবারও মোদিজির মায়ের অপমানকে সমর্থন করেছেন। যত বেশি কটুক্তি করা হয়েছে, তত বেশি তিনি উৎসাহ দিয়েছেন। আরজেডি-কংগ্রেসের একমাত্র কর্মসূচি মা-বোনদের গালাগালি। এর জবাব দেবে বিহারের মা-বোনেরা।”
আরজেডির মহুয়ার বিধায়ক মুকেশ রৌশন পাল্টা দাবি করেছেন, “তেজস্বী যাদব নিজের কেন্দ্র থেকে বক্তব্য রাখছিলেন। পুরো ভাষণ ফেসবুকে আছে। সেখানে কোনও আরজেডি কর্মী বা অন্য কেউ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটুক্তি করেনি। বিজেপি ষড়যন্ত্র করে ভিডিয়ো বদলে ছড়াচ্ছে।”
এর আগে দারভাঙার এক সভায় বিরোধী জোটের মঞ্চ থেকে কিছু যুবককে প্রধানমন্ত্রীকে লক্ষ করে গালাগালি দিতে শোনা যায়। তখনও বিজেপি তীব্র আক্রমণ করে।
প্রধানমন্ত্রী মোদি ওই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমার মাকে গালাগালি দেওয়া মানে দেশের কোটি কোটি মা-বোনকে অপমান করা। সোনা-রুপোর চামচ নিয়ে জন্মানো রাজপুত্ররা গরিব মায়ের কষ্ট বোঝে না। কিন্তু বিহারের মানুষ এক দরিদ্র মায়ের ছেলেকে ‘প্রধান সেবক’ বানিয়েছেন। আমি হয়ত ক্ষমা করতে পারি, কিন্তু বিহারের মাটি মায়ের অপমান সহ্য করবে না।”
অন্যদিকে কংগ্রেস ও আরজেডির দাবি, তেজস্বী যাদব বা রাহুল গান্ধী কেউই সেই মঞ্চে ছিলেন না। বিজেপি কেবল নির্বাচনী ফায়দা তুলতেই ইস্যুটি বাড়িয়ে তুলছে।