সুপ্রিম কোর্ট ভূষণ পাওয়ার অ্যান্ড স্টিল লিমিটেড (বিপিএসএল) অধিগ্রহণের পথ প্রশস্ত করল। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ শুক্রবার ১৯,৭০০ কোটি টাকার রেজোলিউশন প্ল্যান অনুমোদন করেছে। এর ফলে জেএসডব্লিউ স্টিলের হাতে যাচ্ছে দেউলিয়া ঘোষণা হওয়া এই সংস্থা।
এনসিএলটি ও এনসিএলএটি ধারাবাহিকভাবে এই রেজোলিউশন প্ল্যান অনুমোদন করেছিল। প্রধান বিচারপতির মন্তব্য, “এই সিদ্ধান্ত উল্টে দিলে তা ভয়াবহ পরিণতি ডেকে আনত।”
বেঞ্চ স্পষ্ট করে বলেছে, জেএসডব্লিউ স্টিল ইনসলভেন্সি অ্যান্ড ব্যাঙ্করাপ্সি কোডের (আইবিসি) সকল মানদণ্ড পূরণ করেছে।
আগে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ এই অধিগ্রহণ আটকে দিয়ে সংস্থার লিকুইডেশন নির্দেশ করেছিল।
সেই রায় উল্টে দিয়ে এবার চূড়ান্তভাবে জেএসডব্লিউ স্টিলের অধিগ্রহণকে সবুজ সংকেত দিল প্রধান বিচারপতির বেঞ্চ।
এটি আইবিসি কাঠামোর অধীনে অন্যতম বহুল আলোচিত মামলা ছিল। শুক্রবারের এই রায়ে বহু বছরের জট কেটে গেল এবং একে হাইপ্রোফাইল ‘দেউলিয়া সমাধান’ প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
