বর্ডার গাভাসকর ট্রফিতে টেস্ট অভিষেকেই নজর কেড়েছেন নীতীশ রেড্ডি। চতুর্থ ম্যাচে সেঞ্চুরি করে ভারতকে দুর্দশা থেকে বের করে আনার পর, মাঠে তাঁর খেলা দেখে আবেগে ভেসেছেন তাঁর বাবা। এই বিশেষ মুহূর্তে নীতীশের বাবা মেলবোর্নে সুনীল গাভাসকরের সঙ্গে মুখোমুখি হন, যাঁর নামে এই ট্রফি। গাভাসকরের পা ছুঁয়ে প্রণাম করেন নীতীশের বাবা, আর তাঁর মা ও বোনও একইভাবে সান্নিধ্যে এসে গাভাসকরের প্রতি শ্রদ্ধা জানান।
স্টারস্পোর্টসের সঙ্গে কথা বলার সময়, নীতীশের বাবা-মায়ের সঙ্গে আবেগঘন মুহূর্ত কাটান রবি শাস্ত্রী। এই সময় উপস্থিত গাভাসকরও আবেগপ্রবণ হয়ে পড়েন এবং বলেন, “আপনার জন্য ভারতীয় ক্রিকেট একজন হীরে পেয়েছে।” রবি শাস্ত্রী জানান, নীতীশের সেঞ্চুরি দেখে তিনি নিজের আবেগ ধরে রাখতে পারেননি।
গতকালের তৃতীয় দিনে, যখন ভারত বিপদে পড়ে গিয়েছিল, তখন নীতীশ কুমার রেড্ডি অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৭১ বলে সেঞ্চুরি করেন। ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজার উইকেট হারানোর পর, তিনি ওয়াশিংটন সুন্দরকে সঙ্গে নিয়ে ভারতের ইনিংসকে সমৃদ্ধ করেন। শেষমেশ ১১৪ রানে আউট হলেও, নীতীশ এক অনন্য রেকর্ড গড়েন।
নীতীশ এই সেঞ্চুরির মাধ্যমে ৮ নম্বরে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করা সর্বকনিষ্ঠ ভারতীয় হয়ে ওঠেন। এর আগে সচিন তেন্ডুলকর ও ঋষভ পন্তের পর, তিনি অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটার। ৮ নম্বরে ব্যাট করতে নেমে মেলবোর্নে সেঞ্চুরি করা প্রথম ভারতীয় হিসেবে তিনি নতুন ইতিহাস সৃষ্টি করেন।
