এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে এই প্রথমবার ফাইনালে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। রবিবার দুবাইয়ের মাঠে এই হাইভোল্টেজ ফাইনালে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তবে তার আগেই যে খবরটা সামনে আসছে তা ভারতীয় সমর্থকদের চিন্তায় রাখার জন্য যথেষ্ট। শোনা যাচ্ছে, এশিয়া কাপের ফাইনালে খেলতে নাও পারেন ওপেনার অভিষেক শর্মা এবং হার্দিক পাণ্ডিয়া।
চলতি এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে কার্যত একাই টানছেন অভিষেক। ৬ ইনিংসে ইতিমধ্যেই তাঁর সংগ্রহ ৩০৯ রান। শুক্রবারও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩১ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু এই ম্যাচেই বিপক্ষের ইনিংস চলাকালীন ফিল্ডিং করতে পারেননি অভিষেক। অন্যদিকে মাত্র ১ ওভার বল করেন হার্দিক পাণ্ডিয়াও। এর পর মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাঁকেও। ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে বোলিং কোচ মর্নি মর্কেল জানিয়েছেন, দুই ক্রিকেটারেরই পেশিতে টান লেগেছে।
ফাইনালের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে নাটকীয় জয় পেয়েছে মেন ইন ব্লু। টাই হয় মূল ম্যাচ। এর পর অর্শদীপ সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে সুপার ওভারে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। ম্যাচ শেষে সেই বিষয়ে সাফাই দেওয়ার পাশাপাশি অভিষেক এবং হার্দিককে নিয়ে বড় আপডেট দিয়েছেন মর্কেল। বলেন, “দুজনেরই ক্র্যাম্পের সমস্যা ছিল। হার্দিকের চোটের বিষয়ে আমরা আগামীকাল সকালে পরীক্ষা করে সিদ্ধান্ত নেব। তবে অভিষেক ঠিক আছে।”
এর পাশাপাশি ফাইনালের আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতা ম্যাচ টাই করা নিয়েও মুখ খুলেছেন মর্কেল। জশপ্রীত বুমরাহ এই ম্যাচ খেলেননি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তবে বিশ্বের এক নম্বর বোলারের অনুপস্থিতিকে অজুহাত হিসেবে খাড়া করতে চান না টিম ইন্ডিয়ার বোলিং কোচ। বরং সরাসরি জানিয়েছেন, কোনও অজুহাত নয়। বরং আগামী দিনে পুরনো ত্রুটিবিচ্যুতি ঝেড়ে ফেলে জয় ছিনিয়ে নেওয়াটাই হবে দলের মূল লক্ষ্য।