এশিয়া কাপ ক্রিকেটের ফাইনাল শেষ হওয়ার পর থেকে তাঁকে ঘিরে বিস্তর শোরগোল। তিনি সৈয়দ মহসিন রাজা নকভি। একাধারে যেমন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, তেমনি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও প্রধান। এর পাশাপাশি পাকিস্তানের শেহবাজ শরীফ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীরও দায়িত্বভার সামাল দিতে হয় তাঁকে।
এহেন নকভির হাত থেকে চ্যাম্পিয়নশিপের ট্রফি না নেওয়ার কথা সুপার ফোরের ম্যাচের সময়ই জানিয়ছিলেন মেন ইন ব্লু-র ক্যাপ্টেন সূর্য কুমার যাদব। রবিবার ফাইনালে ফের পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন দল তাদের আগের সিদ্ধান্তে অনড় ছিল।
আর এতেই বিস্তর চটেছেন এসিসি চেয়ারম্যান মহসিন নকভি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের শেষপর্বে না থেকেই, দুবাই স্টেডিয়াম ছেড়ে চলে যান। অভিযোগ, এশিয়া কাপের ট্রফি এবং চ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেটারদের মেডেল নিয়েও নিজের হোটেলের ঘরে চলে গিয়েছেন মহসিন নকভি।
সাংবাদিক বৈঠকে এই নিয়ে রীতিমতো কটাক্ষ করেছেন মেন ইন ব্লু-র ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। তিনি বলেন, “চ্যাম্পিয়ন দল ট্রফি পাচ্ছে না, ক্রিকেট খেলা শুরু করার পর থেকে জীবনে এমন ঘটনা আমি দেখিনি। তবে আমার মতে দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরাই আসল ট্রফি। সকলে বলছেন, ভারত এশিয়া কাপের চ্যাম্পিয়ন। এটাই আসল কথা।” প্রসঙ্গত দুবাইতে ফাইনালে ২ বল বাকি থাকতে ৫ উইকেটে জিতে ট্রফি ছাড়াই উল্লাস করেছেন ভারতীয় ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা।
২০২৪ সালে টি-২০ বিশ্বকাপ জিতে ভারত অধিনায়ক রোহিত শর্মা যে কায়দায় ট্রফি তুলে উচ্ছ্বাস মেতেছিলেন, সেই একই কায়দায় উল্লাস করলেন সূর্যেরা। পার্থক্য ছিল একটাই, তখন রোহিতের হাতে ছিল টি-২০ বিশ্বকাপের ট্রফি ছিল। এবার কল্পনায় টি-২০ র এশিয়া কাপ ট্রফি তুলেছেন গৌতম গম্ভীরের গোটা দল।
মহসিন নকভির এমন আচরণে কড়া সমালোচনা শুরু হয়েছে সমাজ মাধ্যমে। বিসিসিআইও এই ইস্যুতে আইসিসি-র কাছে অভিযোগ জানানোর জন্য তৈরি হচ্ছে। অন্যদিকে বসে নেই পিসিবি তথা এসিসি কর্তা মহসিন নকভিও। তিনিও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর না থাকা নিয়ে সোসাল মিডিয়ায় সাফাই গেয়েছেন। ভারতকে বিঁধে লিখেছেন, ভারতীয় ক্রিকেটার দের আচরণ ঠিক ক্রিকেট সুলভ ছিল না।
নিজের এক্স হ্যান্ডেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন বার্তাকেও টেনে এনেছেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী নকভি। লিখেছেন, ”যুদ্ধই যদি গর্বেই বিষয় হয়, তাহলে সারা বিশ্ব পাকিস্তানের বিরুদ্ধে তোমাদের পরাজয় দেখেছে। কোনও ক্রিকেট ম্যাচই সত্যিটা বদলাতে পারবে না। খেলার মধ্যে যুদ্ধকে নিয়ে আসাটা শুধু হতাশা প্রকাশ করে। কলুষিত করে খেলার স্পিরিটটাকেও ।”
প্রসঙ্গত রবিবার এশিয়া কাপের চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন জানাতে গিয়ে অপারেশন সিন্দুর -এর তুলনা টেনেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সোসাল মিডিয়া হ্যান্ডেলে তিনি লেখেন,
#OpreatainSindoor on the games field.
Outcome is the same – India Wins!
Congrats to our cricketers.