বাইশ গজের লড়াইতে তখন আর একবার পাকিস্তানকে হারিয়েছেন। গ্রুপ লিগ, সুপার ফোরের পর এবার ফাইনাল ম্যাচে জয়। স্বভাবতই বেশ ফুরফুরে মেজাজে সতীর্থ অভিষেক শর্মাকে নিয়ে হাজির হয়েছেন এশিয়া কাপ ক্রিকেটের সদ্য চ্যাম্পিয়ন দলের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব। রবিবার দুবাইতে ম্যাচ শেষের সাংবাদিক বৈঠক বেশ জমিয়েও চলছিল। কিন্তু তাল কাটলেন পাকিস্তানের এক সাংবাদিক।
আচমকাই পাক সাংবাদিক মাইক টেনে সূর্যকুমারের উদ্দেশ্যে বলতে থাকেন, “ আপনি আজ চ্যাম্পিয়ন, আপনারা ফাইনালেও দুর্দান্ত খেলেছেন। কিন্তু প্রশ্ন হল, এই গোটা টুর্নামেন্ট জুড়ে, পাকিস্তান দলের প্রতি, আপনার পদক্ষেপগুলি কি লক্ষ্য করেছেন? আপনি করমর্দন করেননি, ট্রফির সঙ্গে ছবি তোলার সময়ও অংশ নেননি, তারপরে রাজনৈতিক নেতাদের মতো সংবাদিক সম্মেলন করেছেন। অপনি কি মনে করেন না, যে ক্রিকেটের ইতিহাসে আপনিই প্রথম অধিনায়ক, যিনি খেলার মধ্যেও রাজনীতি টেনে এনেছেন?”
পাক সাংবাদিকের এমন ‘অক্রিকেটীয় প্রশ্ন’টি শেষ হতে না হতেই সংবাদিক বৈঠকে হাজির থাকা মেন ইন ব্লু-র মিডিয়া ম্যানেজার, তাঁর ক্যাপ্টেনকে এই প্রশ্নের উত্তর না দিতে অনুরোধ করেছিলেন। কিন্তু বছর ৩৫-এর ডাকাবুকো মুম্বইকার, মিডিয়া ম্যানেজারের সেই অনুরোধ রাখেননি। বরং এমন জবাব দিয়েছেন যাতে রীতিমতো অপ্রস্তুত অবস্থায় পড়ে যান পাক সাংবাদিক।
এশিয়া কাপ চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন, প্রশ্নকর্তা পাক সাংবাদিককে হাসিমুখে বলেন, ” আমাকে কি উত্তর দিতে হবে নাকি? গুস্সা হো রাহে হো আপ(আপনি রেগে আছেন)। আসলে আমি ঠিক প্রশ্নটা বুঝতে পারিনি। আপনি একসঙ্গে চারটি প্রশ্ন করেছেন।”
পাক সাংবাদিকের প্রশ্নের এমন মজাদার জবাব দিয়েই, টিম ইন্ডিয়ার টি-২০ ক্যাপ্টেন জানিয়ে দেন, এশিয়া কাপে নিজের ম্যাচ ফি-র গোটা টাকাটাই তিনি ভারতীয় সেনাবাহিনীর হাতে তুলে দিতে চান। সূর্যকুমারের এমন জবাব বোধহয় আর নিজের নোটবুক ও মোবাইলে ধরে রাখার সাহস পাননি সংশ্লিষ্ট পাক সাংবাদিক।
আসলে ফাইনাল ম্যাচ ঘিরে ব্যাট-বলের লড়াইতে হারাটাই শুধু নয়, সূর্যকুমার যাদবদের কাছে ল্যাজেগোবরে হয়েছেন এসিসি ও পিসিবি চেয়ারম্যান তথা পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভিও। নকভির হাত থেকে ট্রফি নিতেও অস্বীকার করেছে মেন ইন ব্লু। আর এই ট্রফি না নেওয়ার কথা তারা আগাম জানিয়েও রেখেছিল। অপমানিত নকভি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছেড়ে দুবাই-এর হোটেলে ফিরে যান। অভিযোগ ট্রফি ও ভারতীয় ক্রিকেটারদের মেডেলগুলি সঙ্গে নিয়ে চলে যান হোটেল রুমে1 যা নিয়ে পরবর্তীতের তীব্র সমালোচিত হয়েছেন তিনি।