
শনিবার বিজেপি নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়েছে যে, বিহারের আসন্ন বিধানসভা নির্বাচন এক বা দুই দফায় অনুষ্ঠিত হোক এবং বোরখা পরিহিত নারীদের ভোটার আইডির ছবি যাচাই নিশ্চিত করা হোক।
রাজ্য বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল বলেছেন, “ভোট প্রক্রিয়াটি বেশি দীর্ঘ করার দরকার নেই। বোরখা পরিহিত নারীদের ভোটার কার্ডের ফটো যাচাই নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃত ভোটারই ভোটাধিকার প্রয়োগ করতে পারে।”
আরজেডির লোকসভার নেতা অভয় কুশওয়াহা বিজেপির দাবি নিয়ে বলেছেন, “এটি রাজনৈতিক ষড়যন্ত্র। সম্প্রতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) কার্যক্রম সম্পন্ন হয়েছে, নতুন এপিক কার্ড বিতরণ করা হচ্ছে। ভোটারের পরিচয় যাচাই বড় বিষয় নয়।” তবে কুশওয়াহা জানান, তাদের দলও নির্বাচন এক বা দুই দফায় হওয়ার পক্ষে।ছোট দলগুলোও, যেমন লোক জনশক্তি পার্টি ও সিপিআইএম লিবারেশন, দুই দফায় ভোটের বিরোধিতা করেনি।

বিজেপি ও আরজেডি উভয়ই স্বীকার করেছে যে, প্রত্যন্ত অনেক গ্রামে পিছিয়ে পড়া শ্রেণির ভোটারদের ভোটাধিকার প্রয়োগে বাধা দেওয়া হতে পারে। জয়সওয়াল মনে করেন, “অনগ্রসর শ্রেণির এলাকার বুথে কয়েক দিন আগে আধা-সামরিক বাহিনী মোতায়েন করা হোক এবং ভোটারদের আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য পতাকা মিছিলের মতো ব্যবস্থা নেওয়া হোক।”কুশওয়াহা নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছেন, সংবেদনশীল বুথ চিহ্নিত করা হোক এবং তার তালিকা রাজনৈতিক দলের সঙ্গে শেয়ার করা হোক। এছাড়া, ভোটারদের সুরক্ষা ও ভোট এজেন্টদের ফর্ম ১৭সি পাওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে কমিশনকে নির্দেশ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

আরজেডি কমিশনের কাছে আরও অনুরোধ করেছে, এসআইআর-এর মাধ্যমে বাদ পড়া ৩.৬৬ লাখ ভোটারের তথ্য প্রকাশ করতে হবে এবং নির্বাচনী প্রচারের সময় রাজনৈতিক নেতাদের ব্যক্তিগত আক্রমণ ও অপমান নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হোক।নির্বাচন কমিশন রাজ্যের রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা শেষে ভোটের তারিখ ঘোষণার প্রস্তুতি নিচ্ছে।
