
ভারতের একদিনের দলে রোহিত নেতৃত্ব হারানোর পাশাপাশি এই দল থেকে ছাঁটাই হয়েছেন রবীন্দ্র জাদেজাও। তাঁকে বাদ দিয়েই অস্ট্রেলিয়ার মাটিতে আসন্ন একদিনের সিরিজের দল ঘোষণা করেছেন নির্বাচক প্রধান অজিত আগরকর। যা নিঃসন্দেহে হতবাক করেছে ভারতীয় সমর্থকদের। সেই আবহেই এ বার জাদেজাকে একদিনের দল থেকে বাদ দেওয়া নিয়ে আগরকরকে কার্যত তুলোধোনা করলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার সদাগোপ্পান রমেশ। তাঁর প্রশ্ন, জাড্ডু কি এখন দলের বোঝা?
ভারতীয় অলরাউন্ডারকে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া প্রসঙ্গে আগরকরের ব্যখ্যা, অস্ট্রেলিয়ার মাটিতে দুজন বাঁ-হাতি স্পিনার নেওয়ার কোনও যুক্তি নেই। তাই জাদেজাকে প্রয়োজন নেই টিম ইন্ডিয়ার। বলেন, “সে (জাদেজা) অবশ্যই আমাদের পরিকল্পনায় রয়েছে। কিন্তু দলে জায়গা পাওয়া নিয়ে কিছুটা প্রতিযোগিতা থাকবে। সে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিল। কারণ সেখানকার পরিস্থিতির কারণে আমাদের বাড়তি স্পিনার নিতে হয়েছিল। তবে এই মুহূর্তে আমরা কেবল একজনকেই বহন করতে পারি। ওয়াশিংটন এবং কুলদীপ থাকলে দলে কিছুটা ভারসাম্য আসবে। আর আমার মনে হয় না যে অস্ট্রেলিয়ায় আমাদের এর চেয়ে বেশি কিছুর প্রয়োজন হবে।”
আগরকরের এই ব্যখ্যার তীব্র নিন্দা জানিয়েছেন সদাগোপ্পান রমেশ। ভারতের প্রাক্তন ওপেনার এ প্রসঙ্গে নিজের ইউটিউব চ্যানেলে নির্বাচক কমিটির চেয়ারম্যানের তুমুল সমালোচনা করে বলেন, “নির্বাচক বলছেন, ‘আমরা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অতিরিক্ত স্পিনার নিয়েছিলাম।’ জাদেজা সেই দলে ছিল। তার মানে কি সে বাড়তি মালপত্র?” যোগ করেন, “সে সাদা বলে একজন কিংবদন্তি। আপনি কি তাকে কেবল তখনই দলে নেবেন যখন আপনার প্রয়োজনটা অতিরিক্ত? শুভমান গিলকে টি-টোয়েন্টি দলের সহ অধিনায়ক এবং ওয়ানডে অধিনায়ক হিসেবে নিযুক্ত করার সপক্ষে আপনি যে উত্তরটি দেবেন তা হল ইংল্যান্ডে তার পারফরম্যান্স। সেই একই ইংল্যান্ড সিরিজে কিন্তু জাদেজাও সফল হয়েছিলেন।”

চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল ভারত। দলকে জেতাতে বড় ভূমিকা নিয়েছিলেন জাদেজা। তাঁকে সাদা বলের ক্রিকেটে ‘কিংবদন্তি’ দাবি করে সেই অধ্যায়ই মনে করিয়ে দিয়েছেন রমেশ। পাশাপাশি তিনি টেনেছেন তরুণ উইকেট কিপার ধ্রুব জুরেলের উদাহরণও। অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে দলে রয়েছেন জুরেল। সেই প্রসঙ্গ টেনে রমেশ বলেন, “জাদেজাও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন এবং ৪ টি উইকেট তুলেছেন। একই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১০০ রান করার জন্য ধ্রুব জুরেলকে আপনি একদিনের আন্তর্জাতিকে দলে সুযোগ করে দিয়েছেন। কিন্তু জাদেজাকে বিদায় জানিয়েছেন।”