
ত্রিপুরার পানিসাগরে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র ১৪ মাসের এক শিশুকন্যাকে ধর্ষণ করে খুন করার অভিযোগে কেঁপে উঠেছে গোটা এলাকা। অভিযুক্ত, যিনি শিশুটির প্রতিবেশী এবং অসমের শিলচরের বাসিন্দা, মামাবাড়িতে এসে শিশুটির পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলে। ১১ অক্টোবর দুপুরে শিশুটিকে খাওয়ানোর নাম করে কোলে করে নিয়ে যায় সে। এরপর শিশুটি আর ফেরেনি।
রাত পর্যন্ত খোঁজ না মেলায় শিশুর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন। পরদিন সকালে এক কৃষক ধানজমির পাশে সন্দেহজনক জায়গা দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে মাটি খুঁড়ে উদ্ধার করে শিশুর দেহ। ময়নাতদন্তে ধর্ষণের পর খুনের প্রমাণ মেলে। অভিযুক্ত পালিয়ে যায় অসমে, কিন্তু নিলমবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ত্রিপুরা পুলিশ। তার বিরুদ্ধে পকসো আইন ও খুনের ধারায় মামলা রুজু হয়েছে।
এই ঘটনায় গ্রামজুড়ে শোক ও ক্ষোভের ছায়া। স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।