
কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় প্রথমবার কোনও অভিযুক্তের জামিন মঞ্জুর করল আদালত। আলিপুর সেশনস কোর্টের ভ্যাকেশন বেঞ্চ শুক্রবার শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলেজের নিরাপত্তারক্ষী পিনাকী বন্দ্যোপাধ্যায়কে।
খড়দার বাসিন্দা পিনাকী কর্মসূত্রে কসবায় ভাড়া থাকতেন। ২৫ জুন সাউথ ক্যালকাটা ল কলেজের প্রথম বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। মূল অভিযুক্ত ছিলেন কলেজের প্রাক্তন ছাত্র ও অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র (৩১)। তাঁর সঙ্গে যুক্ত ছিলেন তৃতীয় সেমিস্টারের দুই ছাত্র প্রমিত মুখোপাধ্যায় (২০) ও জাহিদ আহমেদ (১৯)। পরদিন তিনজনকেই গ্রেফতার করে পুলিশ।
তদন্তে উঠে আসে, ঘটনার দিন ক্যাম্পাসে উপস্থিত ছিলেন নিরাপত্তারক্ষী পিনাকীও। অভিযোগকারিণীর দাবি তিনি সাহায্য চান, কিন্তু কোনও সহায়তা পাননি। উলটে অভিযোগ ওঠে, পিনাকী নাকি অভিযুক্তদেরই সুবিধা করে দিয়েছিলেন। পুলিশ জানতে চায়, কেন তিনি কলেজ কর্তৃপক্ষকে কিছু জানাননি, কিংবা ঘটনাস্থলে হস্তক্ষেপ করেননি। এসব প্রশ্নের সন্তোষজনক উত্তর না মেলায় তাঁকে ২৮ জুন গ্রেফতার করা হয়।
দীর্ঘ তিন মাসেরও বেশি সময় হেফাজতে থাকার পর এবার আদালত জানায়, পিনাকী বন্দ্যোপাধ্যায়কে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হচ্ছে। তবে তদন্ত চলবে আগের মতোই।
এখনও প্রশ্ন রয়ে গেছে, ঘটনার সময় তিনি নীরব ছিলেন কেন? ‘হকি স্টিক’ কেন ছিল ইউনিয়ন রুমে? নাকি মনোজিৎ মিশ্রের প্রভাবেই চুপ ছিলেন পিনাকী? বিতর্কের মাঝেই জামিন পেলেন কসবা ল কলেজের নিরাপত্তারক্ষী।