
উত্তরবঙ্গের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মিরিকে বেড়াতে যাওয়ার পথে এক ভয়াবহ দুর্ঘটনায় অন্তত চারজন পর্যটকের প্রাণ হারিয়েছে। বুধবার দুপুরে পুটুংয়ের কাছে নলডারা অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। খাদে পড়ে যাওয়ায় চারজনের মৃত্যু হয় এবং অন্তত ১৫ জন আহত হন। আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে ১৯ জন পর্যটক একটি গাড়িতে মিরিকের উদ্দেশ্যে রওনা হন। নেপালের কাঁকরভিটা থেকে বিকল্প রাস্তা ধরে পুটুং হয়ে মিরিকের দিকে যাচ্ছিলেন তারা। দুর্গম পথে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণে এটি খাদে পড়ে যায়। গাড়িতে মূলত ১২ জনের বসার ব্যবস্থা থাকলেও সেখানে দুই শিশুসহ ১৯ জন ছিলেন।দুর্ঘটনার সময় গাড়ি উল্টো দিক থেকে আসা অন্য গাড়িকে পাশ কাটাতে গিয়ে পিছিয়ে আসার সময় খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়, পরে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। মৃতদের মধ্যে ধনবাহাদুর, সজনী ছেত্রী, বিনিতা তামাং ও ওয়াংচু তামাং রয়েছেন। গাড়ির চালকসহ অন্য যাত্রীরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় বাসিন্দারা জানান, দুধিয়ার রাস্তা বন্ধ থাকায় পুটুং ও নলডারার রাস্তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্ঘটনার পরই দ্রুত অস্থায়ী রাস্তা চালুর দাবি উঠেছে। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে ঘটনাস্থলে স্থানীয় প্রতিনিধিকে পাঠানো হয়েছে।উত্তরবঙ্গের পর্যটন এখনও প্রাকৃতিক বিপর্যয়ের ধাক্কা কাটাতে পারেনি, তার মাঝেই এই মারাত্মক দুর্ঘটনা নতুন করে শোক ও আতঙ্ক সৃষ্টি করেছে। প্রশাসনের তৎপরতা এবং নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার জন্য স্থানীয়দের দাবি উঠেছে।এ ঘটনার মাধ্যমে দুর্গম পাহাড়ি পথে পর্যটন যাতায়াতের ঝুঁকি স্পষ্ট হয়ে উঠেছে।
