
বিহারের রাজনীতিতে বড় চমক এনে বিরোধী মহাগঠবন্ধন ঘোষণা করেছে বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানিকে উপমুখ্যমন্ত্রী মুখ হিসেবে। আশ্চর্যের বিষয়, তাঁর দলের একজনও বিধায়ক নেই, লোকসভাতেও কোনও প্রতিনিধিত্ব নেই। তবুও মহাগঠবন্ধনের তরফে তাঁকেই এই মর্যাদা দেওয়া হয়েছে।
৪২ বছর বয়সি মুকেশ সাহানি মূলত বিহারের নিশাদ (মৎস্যজীবী) সম্প্রদায়ের প্রতিনিধি। জনসংখ্যায় এই সম্প্রদায়ের হার মাত্র ২.১ শতাংশ হলেও, রাজ্যের নানা কেন্দ্রে তাঁদের ভোট ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সেই জাতপাতের অঙ্কই সাহানিকে এনে দিয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। জানা গিয়েছে, দিল্লি থেকে রাহুল গান্ধীর অনুরোধে তেজস্বী যাদব শেষ পর্যন্ত তাঁকে উপমুখ্যমন্ত্রী প্রার্থী হিসেবে মেনে নেন।
মুকেশের জীবনের গল্প সিনেমার থেকেও নাটকীয়। দরিদ্র জেলে পরিবারের ছেলে কিশোর বয়সে ঘর ছেড়ে পাড়ি দেন মুম্বই। সেখানে সেলস বয়ের কাজ থেকে শুরু করে পরে গড়ে তোলেন নিজস্ব ব্যবসা সিনেমার সেট ডিজাইনিং। শাহরুখ খান, সলমন খান, আমির খানের একাধিক হিট ছবির সেট বানিয়ে বলিউডে পরিচিতি পান তিনি। পরে রাজনীতিতে প্রবেশ করে নিজের টাকায় দল গড়ে কিছুদিন বিজেপি-জেডিইউ সরকারের মৎস্যমন্ত্রী ছিলেন।
২০২০ সালের নির্বাচনে তাঁর দল চারটি আসন জিতেছিল, কিন্তু পরে সব বিধায়কই বিজেপিতে যোগ দেন। তবুও সাহানি হার মানেননি। জাতপাতের সমীকরণে এবার বিরোধী শিবিরে তাঁর গুরুত্ব বেড়েছে বহুগুণে। যদিও তিনি নিজে প্রার্থী হচ্ছেন না, তবুও ঘোষণা হয়েছে মহাগঠবন্ধন জিতলে তেজস্বী যাদবের নেতৃত্বে সরকারের উপমুখ্যমন্ত্রী হবেন এই “সিনে সেট নির্মাতা থেকে রাজনীতিবিদ”।
