
বিহার বিধানসভা ভোটের প্রথম দফার প্রচারের শেষ লগ্নে ভোটারদের মন জিততে চূড়ান্ত বাজি ধরলেন মহাগঠবন্ধনের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। মঙ্গলবার তাঁর নির্বাচনী প্রতিশ্রুতিতে স্পষ্ট মহিলা ও কৃষক ভোটারদের দিকেই তাকিয়ে রয়েছে আরজেডি নেতৃত্ব।
তেজস্বীর পরিকল্পনা অনুযায়ী, মকর সংক্রান্তির দিন থেকে ‘মাই বহিন মান যোজনা’ প্রকল্পে রাজ্যের মহিলারা বছরে ৩০ হাজার টাকা করে পাবেন, অর্থাৎ মাসিক সহায়তা হবে ২,৫০০ টাকা। লক্ষ্য আর্থিকভাবে পিছিয়ে থাকা ও দরিদ্র পরিবারের মহিলাদের স্বনির্ভর করে তোলা। রাজনৈতিক মহলের মতে, এই ঘোষণা স্পষ্টতই এনডিএ সরকারের মহিলা-কেন্দ্রিক প্রকল্পের পাল্টা পদক্ষেপ। এর একদিন আগেই রাজ্য সরকারের তরফে ২৫ লক্ষ মহিলাকে উদ্যোক্তা সহায়তা হিসেবে ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল।
শুধু মহিলা নয়, কৃষকদের প্রতিও বিশেষ নজর দিয়েছেন তেজস্বী। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নতুন সরকার ক্ষমতায় এলে সেচের জন্য কৃষকদের বিদ্যুৎ দেওয়া হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি ধান ও গম উৎপাদনে দেওয়া হবে অতিরিক্ত বোনাস ধানের ক্ষেত্রে প্রতি কুইন্টালে ৩০০ টাকা এবং গমের ক্ষেত্রে ৪০০ টাকা পর্যন্ত।
প্রচারযুদ্ধের এই পর্যায়ে প্রতিটি দলই মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন ও কৃষকদের লাভজনক চাষের বার্তা দিচ্ছে। বিশ্লেষকদের মতে, তেজস্বীর এই প্রতিশ্রুতিগুলি বিহারের গ্রামীণ ভোটব্যাঙ্কে বড় প্রভাব ফেলতে পারে।
আগামী ৬ নভেম্বর অনুষ্ঠিত হবে প্রথম দফার ভোটগ্রহণ। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও মদবিরোধী আইন সবকিছু মিলিয়ে এবার বিহারের ভোটে মূল লড়াই উন্নয়ন ও জীবিকার প্রতিশ্রতি.
