
হুগলিতে শুরু হল নতুন স্বাস্থ্য উদ্যোগ দুয়ারে হাসপাতাল, যেখানে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র এখন থেকে পৌঁছে যাবে গ্রামে গ্রামে। চিকিৎসার সুবিধা যাতে কোনো মানুষ বঞ্চিত না হন, বিশেষত যাঁরা দূরবর্তী এলাকায় বাস করেন, তাঁদের কথা ভেবেই এই প্রকল্পের সূচনা। সোমবার চুঁচুড়া বিধানসভার কোদালিয়া এক নম্বর পঞ্চায়েত এবং সপ্তগ্রাম বিধানসভার আকনা পঞ্চায়েতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল এই পরিষেবা।
নতুন ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মূল লক্ষ্য হল সাধারণ মানুষের হাতে সহজে এবং দ্রুত চিকিৎসা পরিষেবা তুলে দেওয়া। এই গাড়ি-ভিত্তিক মোবাইল ইউনিটে থাকবেন চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং টেকনিশিয়ানরা। প্রতিটি মাসে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট গ্রামের মানুষের কাছে এই ইউনিট পৌঁছে যাবে, যাতে গ্রামবাসীরা ঘরের কাছে থেকেই প্রয়োজনীয় চিকিৎসা পেতে পারেন। বিশেষ করে যাঁদের শহর বা ব্লকের হাসপাতালে যাতায়াত করতে সমস্যায় পড়তে হয়, তাঁদের কাছে এটি অত্যন্ত উপকারী হবে।
এই পরিষেবার মাধ্যমে রক্ত পরীক্ষা, ইসিজি সহ একাধিক প্রয়োজনীয় শারীরিক পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হবে। পাশাপাশি লাইফ সাপোর্ট, অক্সিজেন এবং অন্যান্য জরুরি চিকিৎসার সরঞ্জামও এই মোবাইল ইউনিটে থাকবে। পরীক্ষার ফল সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গেই রোগীর হাতে দিয়ে দেওয়া হবে, যা দ্রুত চিকিৎসা পাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা নেবে।
হুগলির ১৮টি বিধানসভার মধ্যে প্রথমে ১০টি বিধানসভায় স্বাস্থ্য দপ্তরের তরফে দেওয়া হয়েছে ১০টি ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র। স্বাস্থ্য দপ্তরের পরিকল্পনা অনুযায়ী, যেসব এলাকায় যাতায়াত ব্যবস্থার ঘাটতি রয়েছে, সেসব জায়গাই হবে এই প্রকল্পের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে এই পরিষেবায় মোবাইল এক্স-রে যুক্ত করার পরিকল্পনাও চলছে।
গ্রামবাসীদের মতে, বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে খরচ বাড়ায় অনেক সময় পরীক্ষা করাতে সমস্যা হয়। সেই জায়গায় এই প্রকল্প সাধারণ মানুষের কাছে স্বস্তির বাতাস বইয়ে দেবে বলে আশা করা হচ্ছে।
