
নবান্নে রাজ্য পুলিশের শীর্ষস্তরে ফের বড়সড় রদবদল হয়েছে। বুধবার সন্ধ্যায় এক নির্দেশিকায় একযোগে ১৭৫ জন পুলিশ আধিকারিকের বদলির পর বৃহস্পতিবার আরও ১০ জেলার এসপি পর্যায়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনল রাজ্য সরকার। ফলে প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
এদিন প্রকাশিত তালিকা অনুযায়ী বৈভব তিওয়ারীকে বাঁকুড়া থেকে পাঠানো হয়েছে পুরুলিয়ায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে পুরুলিয়া থেকে মালদহে এবং প্রদীপ কুমার যাদবকে মালদহ থেকে উত্তর দিনাজপুর ট্রাফিকে স্থানান্তর করা হয়েছে। আলিপুরদুয়ারের এসপি রঘুবংশীকে পাঠানো হয়েছে জলপাইগুড়িতে, আর জলপাইগুড়ির উমেশ জ্ঞানপথ গিয়েছেন আলিপুরদুয়ারে। রায়গঞ্জ পিডির সানা আখতারকে নেওয়া হয়েছে আসানসোল–দুর্গাপুর কমিশনারেটে। এসএসআইবি–ডব্লিউইবির শোনাওয়ানে কুলদীপ সুরেশ দায়িত্ব পেয়েছেন রায়গঞ্জে।
পূর্ব মেদিনীপুরের সৌম্যদীপ ভট্টাচার্যকে পাঠানো হয়েছে বাঁকুড়া জেলার এসপি হিসেবে। নিউটাউনের ডিসি মানব সিংহ হচ্ছেন ঝাড়গ্রামের এসপি, আর বারুইপুর থেকে পশ্চিম মেদিনীপুরে গেছেন পলাশ চন্দ্র ঢালি। পূর্ব মেদিনীপুরের অ্যাডিশনাল এসপি শুভেন্দ্র কুমার হচ্ছেন বারুইপুরের নতুন এসপি। ঝাড়গ্রামের অরিজিৎ সিনহা দায়িত্ব পেয়েছেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি হিসেবে। তবে পূর্ব মেদিনীপুরের নতুন এসপি এখনও ঘোষণা হয়নি।
বদলির তালিকায় সবচেয়ে বেশি নজর কাড়ছেন সৌম্যদীপ ভট্টাচার্য, যাঁকে বৃহস্পতিবারই এক রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে সরিয়ে দেওয়া হয়। অভিযোগের পরপরই তাঁর বদলি প্রশাসনিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। নবান্নের এই ধারাবাহিক রদবদল রাজ্যের নিরাপত্তা ব্যবস্থায় নতুন সমীকরণ তৈরি করছে।
