ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)-এর বর্তমান চেয়ারম্যান এস সোমনাথের মেয়াদ শেষ হতে চলেছে। তাঁর স্থলাভিষিক্ত হিসেবে এবার দায়িত্ব নিতে চলেছেন দেশের বিশিষ্ট বিজ্ঞানী ভি নারায়ণন। ক্যাবিনেটের নিয়োগ কমিটির নির্দেশ অনুযায়ী, আগামী ১৪ জানুয়ারি থেকে ইসরোর নতুন চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। পাশাপাশি, স্পেস কমিশনের চেয়ারম্যান পদও সামলাবেন তিনি।
বর্তমানে নারায়ণন লিকুইড প্রোপালশন সিস্টেম সেন্টারের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৪ সালে ইসরোতে যোগদান করা নারায়ণন দীর্ঘ ৪০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক জন রকেট এবং মহাকাশযান প্রোপালশন বিশেষজ্ঞ। তাঁর কর্মজীবনে বিক্রম সারাভাই স্পেস সেন্টার, সাউন্ডিং রকেট, অগমেন্টেড স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (এএসএলভি) এবং পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল (পিএসএলভি)-এর প্রোপালশন নিয়ে তিনি কাজ করেছেন।নারায়ণন অ্যাবলেটিভ নজল সিস্টেম, কমপোজিট মোটর কেস, এবং ইগনাইটার কেস তৈরির প্রক্রিয়া পরিকল্পনা ও নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর দক্ষ নেতৃত্বে ইসরোর সাম্প্রতিক মিশনগুলি সফল হয়েছে।
২০২৫ সাল ইসরোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। জানুয়ারিতেই জিএসএলভি রকেটের মাধ্যমে নেভিগেশন স্যাটেলাইট এনভিএস-০২ উৎক্ষেপণ করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে জানুয়ারিতে শ্রীহরিকোটা স্পেসপোর্ট থেকে ১০০তম উৎক্ষেপণ সম্পন্ন হবে। গত ডিসেম্বরে ৯৯তম উৎক্ষেপণ সফলভাবে সম্পন্ন হয়েছিল।
নারায়ণনের নেতৃত্বে ইসরো নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করছে গোটা দেশ।
