
প্রজাতন্ত্র দিবসের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত। জম্মু-কাশ্মীরের একাধিক জেলায় রবিবার সন্ধ্যা থেকে সোমবার রাত পর্যন্ত দেখা মিলল একাধিক সন্দেহজনক ড্রোনের। সেনা সূত্রে দাবি, এই ড্রোনগুলি পাকিস্তান থেকেই পাঠানো হয়েছিল। পরিস্থিতি আঁচ করে সঙ্গে সঙ্গেই গুলি চালায় ভারতীয় সেনা ও নিরাপত্তা বাহিনী। অন্তত পাঁচটি ড্রোন ভারতের আকাশসীমায় ঢুকেছিল বলে জানা যাচ্ছে।
সাম্বা, রাজৌরি ও পুঞ্চ, এই তিন জেলাতেই ড্রোনের গতিবিধি নজরে আসে। প্রথমে আকাশে ঘুরতে থাকা উড়ন্ত বস্তুগুলি গুরুত্বপূর্ণ এলাকার উপর দিয়ে চক্কর দেয়, তারপর সীমান্তের দিকেই ফিরে যাওয়ার চেষ্টা করে। সেনার নজরে আসতেই নিকটবর্তী পোস্টগুলিকে সতর্ক করা হয় এবং শুরু হয় ব্যাপক তল্লাশি অভিযান। ড্রোন লক্ষ্য করে মিডিয়াম ও লাইট মেশিন গান দিয়ে গুলি চালানো হয় বলে জানা গিয়েছে।
নৌসেরা এলাকায় সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ প্রথম ড্রোন দেখা যায়। একই সময়ে খাব্বার গ্রামের আকাশেও লাল আলো জ্বলা-নেভা করা একটি উড়ন্ত বস্তু নজরে আসে, যা পরে ভারাখের দিকে উধাও হয়ে যায়। সাম্বার চাক বাবরাল গ্রামেও কয়েক মিনিট ধরে ড্রোনের মতো বস্তুর উপস্থিতি লক্ষ্য করা হয়। পুঞ্চ জেলার নিয়ন্ত্রণ রেখার কাছেও একই ধরনের সন্দেহজনক তৎপরতা ধরা পড়ে।
সেনা ও গোয়েন্দা সূত্রের প্রাথমিক অনুমান, অস্ত্র বা মাদক পাচারের উদ্দেশ্যেই এই ড্রোন পাঠানো হয়ে থাকতে পারে। তবে নজরদারি বা সীমান্তে অস্থিরতা তৈরির অন্য কোনও মতলব ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। রাতভর সেনা, পুলিশ ও নিরাপত্তা বাহিনী যৌথভাবে তল্লাশি অভিযান চালায়। গোটা সীমান্ত জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে।
এই ঘটনার পর আজ সকালে সেনা কোনও বড় পদক্ষেপ নেয় কি না, সেদিকেই তাকিয়ে গোটা দেশ। সীমান্তে ফের ড্রোন তৎপরতায় নতুন করে উদ্বেগ বাড়ছে নিরাপত্তা মহলে।
