
পুরুলিয়ায় সাম্প্রতিক কয়েক দিনে যে সাদা আস্তরণ ঘিরে কৌতূহল তৈরি হয়েছে, তা তুষারপাত নয়, এ কথা স্পষ্ট করে জানালেন বিজ্ঞানীরা। ধানক্ষেত, রাস্তা, খড়ের গাদা কিংবা ঘাসে ঢাকা মাঠে ভোরবেলা দেখা যাচ্ছে বরফের মতো সাদা আবরণ। প্রথম দেখায় অনেকেই একে তুষারপাত ভেবে চমকে উঠলেও আবহাওয়া বিশেষজ্ঞদের ব্যাখ্যা ভিন্ন।
বিজ্ঞানীদের মতে, পুরুলিয়ায় দেখা যাচ্ছে ‘গ্রাউন্ড ফ্রস্ট’ বা ভূমি তুষার। এটি সাধারণ তুষারপাতের মতো আকাশ থেকে পড়া বরফ নয়। শীতের রাতে ভূপৃষ্ঠের তাপমাত্রা হঠাৎ করে খুব নীচে নেমে গেলে বাতাসে থাকা জলীয় বাষ্প তরলে পরিণত না হয়ে সরাসরি বরফকণায় রূপ নেয়। সেই সূক্ষ্ম বরফকণাই ঘাস, খড়, মাটির উপর সাদা স্ফটিকের মতো আস্তরণ তৈরি করে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পুরুলিয়ায় গত কয়েক দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করেছে। কোনও কোনও জায়গায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশাও ছিল। এই ঠান্ডা ও শুষ্ক আবহাওয়াই ভূমি তুষার তৈরির অনুকূল পরিবেশ গড়ে তুলেছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সাধারণত তাপমাত্রা শূন্য ডিগ্রির কাছাকাছি বা ৫ ডিগ্রির নীচে নামলেই এমন ঘটনা দেখা যেতে পারে।
উল্লেখ্য, পুরুলিয়ায় এই প্রথম নয়। এর আগেও শীতের মরশুমে এমন দৃশ্য দেখা গিয়েছে। তবে এ বছর টানা কয়েক দিন তাপমাত্রা এতটাই নীচে নেমেছে যে পাহাড়ি এলাকার সঙ্গে তুলনা টানছেন অনেকে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের কাছে দৃশ্যটি আকর্ষণীয় হলেও কৃষকদের মধ্যে কিছুটা উদ্বেগও তৈরি হয়েছে, কারণ অতিরিক্ত ঠান্ডা ফসলের ক্ষতি করতে পারে।
সব মিলিয়ে, পুরুলিয়ার এই সাদা চাদর তুষারপাত নয়, বরং শীতের ভোরে প্রকৃতির এক নীরব, অস্বাভাবিক রূপ। ভূমি তুষার।
