
রাজ্যের ভোটার তালিকা সংশোধনের (SIR) শুনানিতে হাজির হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেতা দেব। বুধবার যাদবপুরের কাটজুনগর SIR হিয়ারিং সেন্টারে হাজিরা দিয়ে দেব জানান, “এটাই এখন নিউ-নর্মাল।” জানা গেছে, এনুমারেশন ফর্মে কিছু তথ্যগত ত্রুটি থাকার কারণে তাঁকে এই শুনানিতে ডাকা হয়েছিল। দেব নিজে প্রয়োজনীয় নথি জমা দেন এবং তাঁর পরিবারের আরও তিন সদস্যকেও হাজিরার জন্য ডাকা হয়।
শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে দেব ভোটারদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, প্রবীণ ও অসুস্থ মানুষদের জন্য এই ধরনের প্রক্রিয়া অকারণে হেনস্থা এবং অসুবিধার সৃষ্টি করছে। দেবের মত, নির্বাচন কমিশন চাইলে কর্মীরা বাড়িতে গিয়ে এই শ্রেণির ভোটারদের জন্য শুনানি সম্পন্ন করতে পারে, যা প্রক্রিয়ার ধারাবাহিকতা বজায় রাখবে এবং সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে হবে না।
এই প্রসঙ্গে দেব নোটবন্দির সময়ের অভিজ্ঞতাও উল্লেখ করেন। তিনি বলেন, তখনও লাইনে দাঁড়াতে হয়েছে, কিন্তু সেটি দেশের অর্থনৈতিক স্বার্থে প্রয়োজনীয় ছিল। বর্তমান SIR প্রক্রিয়ার সঙ্গে নোটবন্দির তুলনা করে দেব স্পষ্ট করে দেন, “এভাবে সকলকে লাইনে দাঁড় করানো ঠিক নয়।”
দেবের মন্তব্যে দায়িত্বশীল নাগরিক হিসেবে আইনি প্রক্রিয়ায় অংশগ্রহণের বার্তা এবং সাধারণ মানুষকে মানবিক ও বাস্তবসম্মত সিদ্ধান্তের আবেদন দুইই প্রতিফলিত হচ্ছে। তাঁর বক্তব্য রাজ্য রাজনীতিতে SIR প্রক্রিয়াকে কেন্দ্র করে চলা বিতর্কে নতুন দিক উন্মোচন করেছে।
SIR, ভোটার তালিকা, দেব, তৃণমূল, পশ্চিমবঙ্গ – এই ইস্যুগুলো নিয়ে এখনই রাজনৈতিক ও সামাজিক আলোচনা জোরদার হতে শুরু করেছে।
