
জম্মু ও কাশ্মীরের রাজৌরির আকাশে ফের পাকিস্তানি ড্রোনের উপস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও ভারতীয় আকাশসীমায় পাক ড্রোন দেখা যায়। সেনা সূত্রে খবর, বুধবার ভোরে সন্দেহজনক ড্রোনের গতিবিধি নজরে আসতেই দ্রুত ব্যবস্থা নেয় ভারতীয় সেনা। শেষ পর্যন্ত গুলি করে ড্রোনটি নামিয়ে দেওয়া হয়। এই ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।
সেনা আধিকারিকদের মতে, পাকিস্তান দীর্ঘদিন ধরেই ড্রোনের মাধ্যমে ভারতীয় সেনার গতিবিধির উপর নজরদারির চেষ্টা চালাচ্ছে। ছোট আকারের এই ড্রোনগুলি খুব কম উচ্চতায় ও আলো জ্বালিয়ে উড়ে আসে, ফলে অনেক সময় সেগুলি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। সম্প্রতি ১০ জানুয়ারি নাগাদ একাধিক ড্রোন দেখা গিয়েছিল, ১১ ও ১২ তারিখেও দু’-তিনটি ড্রোনের গতিবিধি নজরে আসে। সেনার অনুমান, এগুলি মূলত প্রতিরক্ষা সংক্রান্ত নজরদারির কাজে ব্যবহার করা হচ্ছে।
এই প্রসঙ্গে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পাকিস্তানের এই ধরনের কোনও কার্যকলাপ ভারত বরদাস্ত করবে না। ইতিমধ্যেই ভারতের ডিজিএমও পাকিস্তানের ডিজিএমও-কে কড়া বার্তা দিয়েছেন। সেনাপ্রধানের কথায়, পাকিস্তান সম্ভবত খতিয়ে দেখার চেষ্টা করছে ভারতীয় সেনার ব্যবস্থায় কোনও ফাঁকফোকর আছে কি না, যাতে জঙ্গি অনুপ্রবেশ ঘটানো যায়। তবে ভারতীয় সেনার তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।
রাজৌরি ও আশপাশের এলাকায় এখন অতিরিক্ত নজরদারি চালানো হচ্ছে। সীমান্তে সেনা ও নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সেনা সূত্রের দাবি, পাকিস্তানের কোনও ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনায় ফের একবার স্পষ্ট হল, সীমান্তে যে কোনও ধরনের অনুপ্রবেশ রুখতে ভারত সম্পূর্ণ প্রস্তুত।
