পরিচালক ও ফেডারেশনের মধ্যে দীর্ঘদিনের জটিলতার নতুন অধ্যায় প্রকাশ্যে। শুক্রবার জানা গেল, কৌশিক গঙ্গোপাধ্যায়ের পর এবার জয়দীপ মুখোপাধ্যায়কেও শ্যুটিংয়ের অনুমতি দেয়নি ফেডারেশন। এই ঘটনায় টলিপাড়ায় ফের উত্তেজনা ছড়িয়েছে।
আগামী ২৯ জানুয়ারি কৌশিক গঙ্গোপাধ্যায়ের নতুন পুজোর ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল। তবে ফেডারেশনের অনুমতি না মেলায় কাজ থমকে গেছে। একই অবস্থা জয়দীপ মুখোপাধ্যায়ের। তাঁরও নতুন ছবির শ্যুটিং শুরুর কথা ছিল জানুয়ারির শেষে, কিন্তু ফেডারেশনের রক্তচক্ষুর সামনে সেটিও অনিশ্চিত।
পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন, কৌশিক তাঁকে বলেছেন এখনই কোনও কঠোর পদক্ষেপ না নিতে। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে সমস্যার গভীরতা বেড়ে গেলে তখনই পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, ফেডারেশনের কাছ থেকে শ্যুটিংয়ের অনুমতি পেয়ে গেছেন অরিন্দম শীল। তাঁর বক্তব্য, ‘‘ফেডারেশনের কোনও নিয়ম ভাঙিনি আমি। তবে কৌশিক দাও যে নিয়ম ভেঙেছেন, তেমন নয়। আমার সঙ্গে কোনও সময় টেকনিশিয়ানদের সমস্যা হয়নি।’’
উল্লেখ্য, ফেডারেশন এবং পরিচালকদের মধ্যে এই বিরোধের মূল কারণ স্বরূপ বিশ্বাসের একটি পুরনো মন্তব্য। তিনি কিছু মাস আগে দাবি করেছিলেন, ৬০ শতাংশ পরিচালকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আসে। এর জেরে পরিচালকদের একাংশ তাঁর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। সেই ঘটনার প্রতিক্রিয়া হিসেবেই কি শ্যুটিংয়ের অনুমতিতে এই বাধা? উত্তরের অপেক্ষায় টলিপাড়া।
